শামিম রেজা, রাজবাড়ীঃ দুইদিন ধরে পদ্মার পানি কমেছে আট সেন্টিমিটার। পানি কমলেই তা এখনো রয়েছে বিপৎসীমার ওপরে। পদ্মার পানি কমতে থাকায় নদী তীর এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে। এ নিয়ে গত এক মাসে নদীর তীর প্রতিরক্ষা কাজের নয় স্থানে ভাঙ্গনের কবলে পড়ে প্রায় ৪০০ মিটার এলাকার সিসি ব্লক বিলীন হয়েছে।
সরেজমিন দেখা যায়, রাজবাড়ী শহর থেকে দেড় কিলোমিটার দূরে গোদার বাজার এলাকা। সেখানে মোস্তফার ইট ভাটার পাশে মঙ্গলবার দুপুরে আবারও ভাঙ্গন দেখা দিয়েছে। এতে ২০ মিটার এলাকা নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙ্গন রোধে বালু ভর্তি জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। দফায় দফায় ভাঙ্গনে আতঙ্ক ছড়িয়ে পরছে পদ্মা পাড়ের বাসিন্দাদের মাঝে।
স্থানীয় কাশেম সরদার জানায়, পানি কমার সাথে সাথে নদীর ভাঙ্গন দেখা দিছে। প্রতি বছরই নদী ভাঙ্গে আর প্রতি বছরই বস্তা ফেলায়। কিন্তু কোন ভাবেই ভাঙ্গন ঠেকাতে পারছে না।
আলআমিন জানায়, নদী ভাঙ্গনের কারণে বেড়ি বাধ হুমকির মূখে। ৩৭৬ কোটি টাকার কাজ চলছে ভাঙ্গন রোধে। সেই চলমান কাজের এলাকায় বার বার ভাঙ্গন দেখা দিচ্ছে।
মোহাম্মদ আলী জানায়, ভাঙ্গন রোধে চলমান কাজে কোন নজরদারী নেই। কাজ ঠিকমত হয় নাই। যে কারনে এই ভাঙ্গন।
রাজবাড়ীর পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী হাফিজুর রহমান জানায়, ২০১৮ সালে নদী তীর সংরক্ষণ প্রকল্পের কাজ শুরু হয়। ৩৭৬ কোটি ব্যয়ে (ড্রেজিংসহ) মোট পাঁচটি প্যাকেজের মাধ্যমে নদী ভাঙন তীর সংরক্ষণের কাজ চলছে। সেই কাজ এখনো চলমান রয়েছে। নদীর গতিপথ ও পানি কমার কারনে ভাঙ্গন দেখা দেয়। তাৎক্ষণিক পানি উন্নয়ন বোর্ড জিওব্যাগ ফেলে ভাঙ্গন রোধ করে।
তিনি আরও জানান, আপাতত নদীর পানি বাড়ার সম্ভাবনা নেই। পানি কমার সাথে সাথে যে সব এলাকা ভাঙ্গনের ঝুঁকিতে ছিলো সেসব এলাকায় জিও ব্যাগ ফেলা হয়েছে।