Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ

গোয়ালন্দে পণ্যবাহী ট্রাকে চাঁদা না পেয়ে চালক ও সহকারীকে মারধর, গ্রেপ্তার ৩

রাজবাড়ী মেইল ডেস্ক
২৭ আগস্ট ২০২১, ১০:২২ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ঢাকা-খুলনা মহাসড়কে ফেরির জন্য অপেক্ষমান লাইনে আটকে থাকা পণ্যবাহী ট্রাকে দাবীকৃত চাঁদা দিতে অস্বীকার করায় দুর্বৃত্তরা ট্রাক চালক ও সহকারীকে মারধর করে আহত করে। এ ঘটনায় স্থানীয় লোকজন হাতেনাতে তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে।

আটককৃতরা হলো গোয়ালন্দ উপজেলার বাহির চর দৌলতদিয়া ছাত্তার মেম্বার পাড়ার মনিরুদ্দিন প্রামানিকের ছেলে আমানত প্রামানিক (৩২), একই গ্রামের সামাদ মিয়ার ছেলে সেলিম মিয়া (৩৭) ও উত্তর দৌলতদিয়া নুরু মন্ডল পাড়ার মোকছেদ প্রামানিকের ছেলে মো. ফিরোজ প্রামানিক (২২)। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই ট্রাক চালক বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি চাঁদাবাজী মামলা দায়ের করেছে।

ট্রাক (সাতক্ষীরা ট-১১-০৪৪৮) চালক আমিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার (২৬ আগষ্ট) রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা শহর থেকে কাঁচা মরিচ বোঝাই করে ট্রাকটি নিয়ে তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেন। এসময় তার সাথে সহকারী মো. জাহাঙ্গীর গাজী ছিলেন। রাত ১টার দিকে তাদের ট্রাকটি ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ক্যানালঘাট সংলগ্ন সাইনবোর্ড এলাকায় লম্বা লাইনে পৌছে। ফেরির জন্য অপেক্ষমান গাড়ির লাইনের পিছনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ৬-৭ জনের একদল যুবক হাতে লাঠিশোঠা নিয়ে গাড়ির কাছে এসে ৪,৫০০ টাকা চাঁদা দাবী করে। এসময় তাদেরকে জানান, এই রুট দিয়ে ফেরিতে কাঁচা পণ্যের গাড়ি পার করতে হলে প্রতিবার ট্রিপের জন্য ৪,৫০০ টাকা করে দিতে হবে। টাকা দিতে অস্বীকার করায় চালক আমিরুল ইসলাম এবং সহকারী জাহাঙ্গীর গাজীকে কিল-ঘুষি এবং লাঠি দিয়ে মারধর শুরু করে। তাদের চিৎকারে দুর্বৃত্তরা দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহযোগিতায় আমানত প্রামানিক, সেলিম মিয়া ও ফিরোজ প্রামানিককে আটক করে। এ সময় সড়কে কর্তব্যরত গোয়ালন্দ ঘাট থানা পুলিশের দল মানুষের জটলা দেখে এগিয়ে গেলে আটককৃতদের পুলিশের কাছে সোর্পদ করে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, এ ঘটনায় বৃহস্পতিবার দিবাগত রাতে চালক আমিরুল ইসলাম বাদী হয়ে থানায় আটককৃত তিনজন সহ অজ্ঞাত আরো ৬-৭ জনকে অভিযুক্ত করে চাঁদাবাজির মামলা (নং-৩৪) দায়ের করেছেন। ওই মামলায় আটককৃত তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ

রাজবাড়ীতে কৃষকদের ফের দেওয়া হলো প্রণোদনার পেঁয়াজবীজ

‘গোয়ালন্দ সাংবাদিক ফোরাম’ এর আহ্বায়ক হেলাল মাহমুদ, সদস্য সচিব মোজাম্মেল হক

রাজবাড়ীতে মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত

গোয়ালন্দে ইউএনওকে বিদায় সংবর্ধনা

গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়ীতাকে সংবর্ধনা

গোয়ালন্দে ব্যবসায়ী হত্যায় গ্রেপ্তার খুনির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

রাজবাড়ীতে প্রণোদনার পেঁয়াজবীজ না গজানোয় চার হাজার কৃষকের মাথায় হাত, পুনর্বাসনের দাবি

হয়রানি বন্ধে পাংশার বিলপাড়া গ্রামে এলাকাবাসীর মানববন্ধন

গোয়ালন্দে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

গোয়ালন্দে পুলিশের চেকপোস্টে ৪৭ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার ১

কামরুল হাসান সভাপতি, মনিরুল হক সম্পাদক নির্বাচিত; বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা