Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ

পুলিশের হাতে গাঁজাসহ আ.লীগ নেতা ইউপি সদস্য বাবলু সহযোগীসহ গ্রেপ্তার

রাজবাড়ী মেইল ডেস্ক
২৬ আগস্ট ২০২১, ৮:৪২ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ী জেলার গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল গোয়ালন্দ উপজেলার উজানচর থেকে গাঁজা সহ স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্যকে সহযোগীসহ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ইউপি সদস্য মো. বাবলু শেখ (৫০) স্থানীয় গফুর মাতুব্বর পাড়ার মৃত আজমত আলী শেখ এর ছেলে। বাবলু উজানচর ইউনিয়ন পরিষদের ৫নম্বর ওয়ার্ড সদস্য এবং ৫নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি।

গ্রেপ্তারকৃত অপর সহযোগী একই গ্রামের তোতা শেখ এর ছেলে মো. আফজাল শেখ (৩০)। তাদের কাছ থেকে ডিবি পুলিশ ৭টি প্যাকেটে ৭০০ গ্রাম গাঁজা জব্দ করেছে। যার আনুমানিক বাজার মূল্য ২১ হাজার টাকা।

ডিবি পুলিশ জানায়, ইউপি সদস্য বাবলু শেখ দীর্ঘদিন ধরে গাঁজা সেবনের পাশাপাশি ব্যবসাও করে আসছিল। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে গোয়ালন্দের কেন্দ্রীয় মহাশশ্মান সংলগ্ন উজানচর ইউনিয়নের রুস্তুম মাতুব্বর পাড়ার স্থানীয় একটি বাড়িতে গাঁজা বেচাকেনা চলছে এমন খবর পাওয়া মাত্র সেখানে অভিযান চালিয়ে হাতেনাতে তাদের আটক করেন। বিশেষ কাগজে মোড়ানো ৭টি প্যাকেট জব্দ করে ইউপি সদস্য বাবলু শেখ ও তাঁর সহযোগী আফজাল শেখকে আটক করে। পরে রাতেই তাদেরকে রাজবাড়ী জেলার ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

গাঁজাসহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চত করে ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বুধবার দিবাগত গভীররাতে জানান, বুধবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মোজাম্মেল হক, এসআই মিলন চন্দ্র বর্মন সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা রুস্তুম মাতুব্বর পাড়ার জনৈক হিল্লাল শেখ ওরফে হেলা শেখ এর বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে তাদেরকে হাতেনাতে গাঁজাসহ গ্রেপ্তার করে। এ ব্যাপারে বৃহস্পতিবার গোয়ালন্দ ঘাট থানায় ডিবি পুলিশ বাদী হয়ে একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

এদিকে ইউপি সদস্য বাবলু শেখকে গাঁজাসহ গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ায় এলাকার সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। স্থানীয় অনেকে বুধবার রাত থেকে মুঠোফোনে ফোন করে স্বস্তির কথা প্রকাশ করেন।

স্থানীয় কয়েকজন জানান, বাবলু শেখ উজানচর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মঙ্গলপুর গফুর মাতুব্বর পাড়ার নিজ বাড়িতে দীর্ঘদিন ধরে গাঁজার আসর বসানো সহ ব্যবসা করে আসছিলেন। আইন শৃঙ্খলা বাহিনীর কেউ কেউ তার কাছ থেকে অনৈতিক সুবিধা নিতেন বলেও অভিযোগ রয়েছে। প্রতিবাদ করতে গেলে তাদের নানাভাবে হয়রানী করায় কেউ খুব একটা প্রতিবাদ করতে সাহস পেতনা। তবে সকলের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছিল।

এর আগে ইউপি সদস্য বাবলু শেখের বিরুদ্ধে গ্রামীণ পাকা সড়ক সম্প্রসারণ কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠে। তাঁর বাড়ির সামনে রাস্তার কাজ করার সময় তিনি বাধা দেন বলে ঠিকাদারের লোকজন অভিযোগ করেন। এর প্রতিবাদে স্থানীয় লোকজন পরদিন ২২ জুন ইউপি সদস্যের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ করেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পরিবহন শ্রমিকদের দ্বন্দ্বের জেরে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে লোকাল বাস বন্ধ, দুর্ভোগ

কালুখালীতে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন

কালুখালীতে যাত্রীবাহি দুই পরিবহনের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত-১৫

ভুল রাজনীতির কারণে শেখ মুজিবকে জীবন দিতে হয়েছে – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীতে ডিবেট এসোসিয়েশনের দ্বি-বার্ষিক কমিটি গঠন

বরশিতে পাওয়া ১৬ কেজি পদ্মা নদীর বোয়াল বিক্রি হলো অর্ধলাখ টাকায়

সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে তারুণ্যের উৎসব

গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলে দুই দিনব্যাপী পিঠা উৎসব শুরু 

রাজবাড়ীতে সাদপন্থীদের নিষিদ্ধের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

খরিদ্দার সেজে মাদক ব্যবসায়ীকে ধাওয়া, গোডাউনে মিললো গুলিসহ তিনটি বিদেশি পিস্তল

সন্তানদের পরিচয়ে পরিচিত হতে চান দৌলতদিয়া যৌনপল্লীর মায়েরা

গোয়ালন্দে প্রতিবন্ধীদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরন