Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. কৃষি ও অর্থনীতি

গোয়ালন্দ বন্ধুসভার তৃতীয় দফায় আরো ২২০টি ফলদ গাছ রোপন

রাজবাড়ী মেইল ডেস্ক
২৪ আগস্ট ২০২১, ১০:০২ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ “যা কিছু ভালো, তার সাথে প্রথম আলো” এই শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার প্রথম আলো রাজবাড়ীর গোয়ালন্দ বন্ধুসভার পক্ষ থেকে তৃতীয় দফায় আরো ২২০টি ফলদ গাছ রোপন করা হয়েছে। এর আগে দুই দফা গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকায় ২০০টি ফলদ গাছ রোপন করা হয়। এই নিয়ে তিন দফায় ৪২০টি ফলদ গাছ রোপন করেছে বন্ধুসভা।

 

মঙ্গলবার (২৪ আগষ্ট) সকালে উপজেলার উজানচর ইউনিয়নের নবুওছিমদ্দিন পাড়ার একটি উৎপাদনমূখী শিল্প প্রতিষ্ঠানে ফলদ বৃক্ষ রোপনের কর্মসূচি উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী। একই সাথে মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড, মোস্তফা গ্রুপ লিমিটেড, সমসের মাতুব্বর জামে মসজিদ, আঞ্জুমান কাদরিয়া জামে মসজিদ, নবুওসিমদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ উজানচর এবং পৌরসভা এলাকার মধ্যে অবস্থিত বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ গাছ রোপন করা হয়। বুধবার গোয়ালন্দ প্রপার হাই স্কুল সহ আরো কয়েকটি প্রতিষ্ঠানে ফলদ বৃক্ষ হিসেবে লিচু, লেবু ও পেয়ারা গাছ রোপন করা হয়।

বৃক্ষ রোপনকালে উজানচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, প্রথম আলো বন্ধুসভার সম্মানিত উপদেষ্টা ও মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর পরিচালক মো. সেলিম মুন্সী, ভিক্টর ফিডস এবং ভিক্টর ব্রীডার্স লিমিটেড এর সিইও এবং প্রশাসানিক প্রধান রাহাত রহমান, ডিবিসি নিউজ এর রাজবাড়ী জেলা প্রতিনিধি দেবাশিষ বিশ্বাস, বন্ধুসভার সাবেক সভাপতি মুহাম্মদ বাবর আলী, সাবেক সভাপতি শেখর আহম্মেদ বাবু, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক শামসুল হক, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জহুরুল হক তুহিন, সদস্য মইনুল হক মৃধা, শরিফুল ইসলাম, প্রথম আলো প্রতিনিধি ও বন্ধুসভার উপদেষ্টা রাশেদ রায়হান উপস্থিত ছিলেন।

বন্ধুসভার সাধারণ সম্পাদক শামসুল হক বলেন, গত ১৫ আগষ্ট জাতির জনকের শাহাদত বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে আগষ্ট মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি পালন করছি। তারই ধারাবাহিকতায় ইতিমধ্যে দুই দফায় বন্ধুসভার সদস্যরা গোয়ালন্দের বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান এবং দাতব্য প্রতিষ্ঠানে ২০০টি ফলদ গাছ রোপন করেছে। তৃতীয় ধাপে আমরা আরো ২২০টি লিচু, পেয়ারা ও উন্নত জাতের লেবু গাছ রোপন করেছি। আগষ্ট মাসব্যাপী আরো ফলদ গাছ রোপনের লক্ষ্যমাত্রা রয়েছে। এতে করে বর্তমান মহামারী করোনার জন্য সবচেয়ে বেশি উপকারী ভূমিকা পালন করবে লেবু গাছ। এজন্য বন্ধুসভার সদস্যরা নিজেদের অর্থ দিয়ে প্রতিটি ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে লেবু গাছ রোপনের প্রতি জোড় দিয়েছি।

ফলদ গাছ রোপনকালে উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী বলেন, ‘যা কিছু ভালো, তার সাথে প্রথম আলো’ এমন শ্লোগান মুখেই নয়, বাস্তবায়ন করে যাচ্ছে। গোটা বিশ্বের এই মাহমারী করোনার হাত থেকে বাঁচতে লেবু একটি অনন্য উপকরণ হিসেবে ব্যবহৃত হচ্ছে।

এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষা করা, অক্সিজেনের ঘাটতি পূরন করতে গাছ লাগানোর বিকল্প নেই। আসুন নিজেদের মধ্যে ঝগড়া না করে দুটি গাছ লাগাই। বন্ধুসভার এমন মহোতি কর্মসূচি হাতে নেওয়ায় তিনি প্রথম আলো কর্তৃপক্ষ এবং বন্ধুসভার সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে তিনি নিজে এমন ভালো কাজের সাথে থাকতে পেরে আনন্দ বোধ করেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পরিবহন শ্রমিকদের দ্বন্দ্বের জেরে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে লোকাল বাস বন্ধ, দুর্ভোগ

কালুখালীতে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন

কালুখালীতে যাত্রীবাহি দুই পরিবহনের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত-১৫

ভুল রাজনীতির কারণে শেখ মুজিবকে জীবন দিতে হয়েছে – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীতে ডিবেট এসোসিয়েশনের দ্বি-বার্ষিক কমিটি গঠন

বরশিতে পাওয়া ১৬ কেজি পদ্মা নদীর বোয়াল বিক্রি হলো অর্ধলাখ টাকায়

সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে তারুণ্যের উৎসব

গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলে দুই দিনব্যাপী পিঠা উৎসব শুরু 

রাজবাড়ীতে সাদপন্থীদের নিষিদ্ধের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

খরিদ্দার সেজে মাদক ব্যবসায়ীকে ধাওয়া, গোডাউনে মিললো গুলিসহ তিনটি বিদেশি পিস্তল

সন্তানদের পরিচয়ে পরিচিত হতে চান দৌলতদিয়া যৌনপল্লীর মায়েরা

গোয়ালন্দে প্রতিবন্ধীদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরন