ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে শনিবার দিবাগত গভীর রাতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট এলাকা থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে র্যাব ৬৬০ পিস ইয়াবা বড়ি জব্দ করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো ফরিদপুরের কোতয়ালী থানার গোবিন্দপুর গ্রামের মৃত দুলাল ভূইয়ার ছেলে মো. হাসিবুল হাসান (২৭) ও বরিশালেল গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামের মৃত কেরামত হাওলাদার এর ছেলে মো. বিল্লাল হোসেন (৩৬)।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্প থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে তারা জানতে পারেন দুই ব্যক্তি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় ইয়াবা বড়ি বিক্রি করছেন। এমন সংবাদ পেয়েই গভীররাতে দৌলতদিয়ার ৭নম্বর ফেরি ঘাট এলাকায় অভিযান চালায়। এসময় হাতে নাতে উল্লেখিত হাসিবুল হাসান ও বিল্লাল হোসনকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তিতে তাদের কাছ থেকে ৬৬০পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়।
একই সাথে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৪টি মুঠোফোন ও ৬টি সিমকার্ড এবং নগদ ১১০০ টাকা জব্দ করা হয়।
পরবর্তীতে র্যাব বাদী হয়ে শনিবার রাতেই তাদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। পুলিশ রোববার দুপুরে তাদেরকে রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন।