• ঢাকা
  • সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১ আগস্ট, ২০২১
সর্বশেষ আপডেট : ১১ আগস্ট, ২০২১

বাংলাদেশ পুলিশ ও পুনাকের যৌথ উদ্যোগে রাজবাড়ীতে বৃক্ষরোপন

অনলাইন ডেস্ক

ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ “মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি” এই শ্লোগানকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশের অন্যান্য স্থানের মতো রাজাবাড়ীতেও বাংলাদেশ পুলিশ ও পুনাকের যৌথ আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী জিশান মির্জার উদ্যোগে বুধবার দেশের সকল পুলিশ ইউনিটে একযোগে এই কর্মসূচি পালিত হয়।

বুধবার সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন, বাংলাদেশ পুলিশের আইজিপি ও পুনাকের প্রধান উপদেষ্টা ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার)। ওই কর্মসূচি সফল করতে দুপুরে রাজবাড়ীর পুলিশ লাইনসে বিভিন্ন প্রজাতির ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।

এ সময় রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, রাজবাড়ী জেলা পুনাকের সভাপতি তামান্নুর মোস্তারী, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, ডিআইও ওয়ান সাইদুর রহমান সাইদ, পুনাক নেত্রী ফেরদৌসী নুপুর, সাবিনা ইয়াসমিন, নুসরাত জাহান, সুরাইয়া জাহান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর