Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৭ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী

বিধিনিষেধ প্রত্যাহারের প্রথম দিনে দৌলতদিয়ায় যানবাহনের লম্বা লাইন

রাজবাড়ী মেইল ডেস্ক
১১ আগস্ট ২০২১, ১০:২৯ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ বুধবার থেকে সারা দেশে গণপরিবহন চলাচলের সিদ্ধান্ত হলেও মঙ্গলবার দিবাগত গভীর রাত থেকে দূরপাল্লার নৈশকোচ পার হওয়ার পাশাপাশি শিমুলিয়া-বাংলাবাজার রুটের অনেক পণ্যবাহী গাড়ি এই রুট দিয়ে আসায় গাড়ির লম্বা লাইন তৈরী হয়েছে। বুধবার সকালে মহাসড়কের রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় প্রায় তিন কিলোমিটার লম্বা লাইনে শুধু পণ্যবাহী গাড়ি ফেরিতে ওঠার অপেক্ষায় থাকে।

এদিকে দীর্ঘদিন পর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল শুরু হলেও ভরা বর্ষার কারণে অনেকে ঝুঁকি এড়াতে লঞ্চের পরিবর্তে ফেরিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা ঢাকামুখী যাত্রীদের ভিড় দেখা যায়।

দৌলতদিয়ায় দেখা যায়, সকালে ফেরি ঘাট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার লম্বা লাইনে শুধু পণ্যবাহী গাড়ি। এসব গাড়ি একদিন আগে মঙ্গলবার বিকেলে বা সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় আহ্লাদিপুর এলাকায় এসে আটকে ছিল। আটকে থাকা পণ্যবাহী গাড়ি চালকদের অভিযোগ বুধবার থেকে গণপরিবহন চালুর কথা থাকলেও মঙ্গলবার রাত থেকে চলতে শুরু করেছে। রাতভর ওই সব দূরপাল্লার পরিবহন পার হওয়ায় পণ্যবাহী গাড়ি কম পার হওয়ার সুযোগ পেয়েছে। যে কারনে পণ্যবাহী গাড়ি আটকে রয়েছে। বেলা বাড়ার সাথে গাড়ির লাইন আরো লম্বা হচ্ছে।

 

খুলনা থেকে হার্ডওয়ার সামগ্রী নিয়ে আসা ঢাকাগামী কার্ভাডভ্যান চালক রাজু হাওলাদার গাড়ির ষ্ট্রিয়ারিং এর ওপর সহকারী সহ ঘুমিয়ে আছেন। রাতভর জেগে থাকায় ক্লান্ত চালক ও সহকারী উভয়ে অপেক্ষায় থাকতে থাকতে ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর সামনের গাড়ি ঘাটের দিকে টান দিলে পিছন থেকে অপর এক গাড়ি চালক এসে তাদেরকে ঘুম ভাঙান।

এসময় চালক রাজু হাওলাদার বলেন, মঙ্গলবার বিকেলে গোয়ালন্দ মোড় পৌছলে পুলিশ আমাদের আটকে দেয়। এসময় ঘাটে সল্পসংখ্যক গাড়ি আটকে থাকার খবর পাই। রাত ১১টার দিকে শুনি ঘাটে দূর পাল্লার পরিবহনের অনেক চাপ পড়েছে। যে কারণে আমাদের রাতে ছাড়েনি। রাতভর আহ্লাদিপুর আটকে থাকার পর সকালে ঘাটের উদ্দেশ্যে ছেড়ে দিলেও এখনো ঘাট থেকে প্রায় তিন কিলোমিটার দূরে লম্বা লাইনে আটকে আছি।

এদিকে ফেরি ঘাটে দেখা যায়, এখনো ঢাকাগামী মানুষের সরব উপস্থিতি রয়েছে। কেউ কেউ কঠোর বিধিনিষেধ তুলে দেয়ায় ঢাকামুখী কাজে যোগ দিতে ছুটছেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা দূরপাল্লার পরিবহনের যাত্রীরা নদী পাড়ি দিতে ফেরিতে ওঠছেন। আবার অনেকে ভরা নদী লঞ্চে পার হওয়ার ঝুঁকি এড়াতে ফেরিতে পার হচ্ছেন। দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া ফেরিতে যানবাহনের সাথে ভিড় দেখা যায়। পাটুরিয়া ঘাট থেকে আসা ফেরিগুলোতেও যানবাহনের সাথে যাত্রী ছিল। তবে খুব বেশি একটা চাপ দেখা যায়নি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, ছোট-বড় মিলে ১৬টির মধ্যে বর্তমানে ১৪টি ফেরি চলাচল করছে। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও বীরশ্রেষ্ঠ হামীদুর রহমান নামের দুটি রো রো ফেরি যান্ত্রিক ক্রটিতে দুইদিন ধরে ভাসমান কারখানায় রয়েছে। গণপরিবহন চালু হওয়ায় ঘাটে গাড়ির চাপ পড়েছে। এছাড়া বাংলাবাাজর-শিমুলিয়া নৌপথে মঙ্গলবার রাত থেকে পণ্যবাহী গাড়ি পারাপার বন্ধ করায় রুটের অধিকাংশ গাড়ি এ রুট দিয়ে আসছে। যে কারণে গাড়ির চাপ পড়েছে।

তিনি বলেন, গাড়ির চাপ সামাল দিতে ওই রুটের চারটি রো রো (বড়) ফেরি দৌলতদিয়া-পাটুরিয়ায় দেয়ার অনুরোধ জানানো হলে কর্তৃপক্ষ চারটি বড় ফেরি পাঠাচ্ছে। ১৪টি ফেরির সাথে আরো ৪টি বড় ফেরি যুক্ত হলে তখন গাড়ির চাপ থাকবে না বলে তিনি মনে করেন। মঙ্গলবার রাতে কিছু গণপরিবহন পার হয়েছে বলেও তিনি স্বীকার করেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা

রাজবাড়ীর দুর্গম কুশাহাটায় আগুনে নিঃস্ব পরিবারের পাশে আমেরিকা প্রবাসী শিক্ষার্থী

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষককে লাঞ্ছিত, কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা

বৈষম্যবিরোধী মামলায় গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র কারাগারে

দৌলতদিয়ার কুশাহাটায় আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে উপজেলা প্রশাসন

রাজবাড়ীতে মামলায় জিতে অবশেষে ইউপি সদস্য পদ ফিরে পেলেন বিএনপি নেতা

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ

পাংশায় ছয় বাড়িতে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর, কলা বাগান ধ্বংস

ইজরায়েলি হামলার প্রতিবাদে গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন ও মশাল মিছিল

পাংশায় ওসি ও এসআইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ীতে সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে কারাগারে প্রেরণ

গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে পাংশা থানার ওসি, এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা