• ঢাকা
  • বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫ আগস্ট, ২০২১
সর্বশেষ আপডেট : ৫ আগস্ট, ২০২১

পদ্মার ৬টি ইলিশ বিক্রি হলো ৮ হাজার ৪০০ টাকায়

অনলাইন ডেস্ক

কামাল হোসেন, গোয়ালন্দঃ ভরা বর্ষা মৌসুমকে ইলিশের মৌসুম বলে। প্রতি বছর শ্রাবণ মাসের বৃষ্টিতে পদ্মায় জাল ফেলে ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ পাওয়া গেলেও এবার পদ্মায় ইলিশের আকাল পড়েছে। জেলেরা জাল ফেলে কাঙ্খিত মাছ না পেয়ে হতাশ। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ের দুর্গম মজলিশপুর এলাকায় জাল ফেলে মানিকগঞ্জের আরিচার জেলে আনন্দ বাবুর জালে একত্রে বড় ৬টি ইলিশ মাছ পেয়েছেন। ইলিশ ৬টি তিনি ১৮ হাজার ৪০০ টাকায় বিক্রি করেন মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখের কাছে। শাহজান শেখ ১৮ হাজার ৮০০ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।

স্থানীয়রা জানান, বুধবার (৪ আগস্ট) ভোরের দিকে দৌলতদিয়া ৫নং ফেরি ঘাট এলাকার পদ্মায় জাল ফেলে প্রায় ৩ কিলোমিটার ভাটিতে উজানচরের মজলিশপুর এলাকায় গিয়ে জাল তুললে মাছগুলো ধরা পড়ে। ওজন দিয়ে দেখা যায় মাছ ৬টির ওজন প্রায় ৮ কেজি। একেকটি ইলিশের ওজন ১ কেজি ১০০ গ্রাম করে। সকালে বিক্রির উদ্দেশ্যে জেলে আনন্দ বাবু দৌলতদিয়ার বিকল্প সড়কের পাশে অবস্থিত আনোয়ার খাঁনের আড়তে নিয়ে আসেন। সেখানে উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসাবে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাট এলাকার মৎস ব্যবসায়ী শাহজাহান শেখ ২ হাজার ৩০০টাকা কেজি দরে ১৮ হাজার ৪০০ টাকা দিয়ে কিনে নেন। পরে মুঠোফোনে যোগাযোগ করে ঢাকার এক বড় ব্যবসায়ীর নিকট ২ হাজার ৩৫০ টাকা কেজি দরে মোট ১৮ হাজার ৮০০ টাকায় বিক্রি করেন।

জেলে আনন্দ বাবু জানান, মৌসুম শুরু হলেও পদ্মায় আশানুরুপ ইলিশ না পেয়ে আমরা সবাই খুবই হতাশ হয়ে পরেছিলাম। বুধবার ভোর রাতের দিকে পদ্মা নদীতে জাল ফেললে একত্রে মাছগুলো ধরা পড়ে। পরে মাছগুলো দৌলতদিয়া ঘাট ব্যবসায়ীদের সাথে আলাপ করে এনে বিক্রি করি।

মৎস ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, পদ্মার ইলিশ মাছের প্রচুর চাহিদা। কিন্তু বর্তমানে ইলিশ মাছ খুব একটা পাওয়া যাচ্ছে না। তাই মাছগুলো একটু বেশী দামেই কিনেছি। বিক্রির জন্য খুব বেশী সময় অপেক্ষা করতে হয়নি। পদ্মার ইলিশের চাহিদা সব সময় সবার কাছে রয়েছে। তাই কেনার পর বিক্রির জন্য তেমন বেগ পোহাতে হয়নি। ইলিশের আকাল থাকায় তুলনামূলক দাম বেশি হয়েছে বলে তিনিও স্বীকার করেন। তবে মাছটি লাভে বিক্রি করতে পেরে খুবই ভাল লাগছে।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর