Rajbarimail.com
ঢাকা, রবিবার , ৯ ফেব্রুয়ারী ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী

ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়েছে সুলতানপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়

রাজবাড়ী মেইল ডেস্ক
২৬ জুলাই ২০২১, ৭:৪৬ অপরাহ্ণ

Link Copied!

ইমরান হোসেন মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলা ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। এর মধ্যে সুলতানপুর ইউনিয়নটি গুরুত্বপূর্ণ ও জন সংখ্যার দিক দিয়ে বড় একটি ইউনিয়ন। এ ইউনিয়নটি সদর উপজেলার শেষ প্রান্তে অবস্থিত। বিগত কয়েক বছর ধরে এ ইউনিয়ন কার্যালয়টি ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়েছে।

কার্যালয়ের ছাদ ও দেয়ালের বিভিন্ন স্থানে ফাঁটল ও পলেস্তারা খুলে পরেছে। ছাদের উপরের অংশে পরগাছা গজিয়েছে। এতে ছাদের ওপরভাগ নষ্ট হয়ে বৃষ্টির পানি পরে কক্ষের ভেতরে রাখা মালামাল ও অফিসের কাজে ব্যবহার করা বিভিন্ন প্রয়োজনীয় কাগজ পত্র নষ্ট হচ্ছে। অধিকাংশ সময় কক্ষের ভেতর হত দরিদ্রদের মালামাল রাখতে হয়। অথচ বৃষ্টির কারনে তা রাখা অসাধ্য হয়ে পড়েছে। এতে মালামাল রাখতে বিপাকে পরতে হচ্ছে ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষের।

ইউনিয়ন পরিষদের কয়েকজন সদস্য জানান, কয়েক বছর ধরে সুলতানপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়টি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। দেয়াল, ছাদ ও ছাদের ওপর অংশে পরগাছা গজিয়ে পুরো ভবনটি নষ্ট হতে চলেছে। অথচ ইউনিয়নের মালামাল ও প্রয়োজনীয় কাগজপত্র রাখা ও ব্যবহার করা এখন অসাধ্য হয়ে গেছে। বৃষ্টির পানিতে খাদ্য দ্রব্য নষ্ট হয়। এতে ভবনটি এখন ব্যবহার করা অসম্ভব হয়ে গেছে।

সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক বলেন, এই ইউনিয়ন কার্যালয়টি এখন ব্যবহার করা যাচ্ছে না। বৃষ্টি এলেই দুঃচিন্তায় থাকতে হয়, বিভিন্ন ধরনের খাদ্য দ্রব্য, মালামাল ও প্রয়োজনীয় কাগজপত্র নষ্ট হয়। দ্রুত এই ইউপি ভবনের মেরামত কাজ করা না হলে কিছু দিন পরে এই ভবনটি আর ব্যবহার করা সম্ভব হবেনা। কয়েকবার এলজিইডি, জেলা পরিষদ এ কার্যালয়ের ভবন পরিদর্শন করেছেন। কিন্তু মেরামত বা উন্নয়ন কাজ কিছু হয়নি। অতি দ্রুত ভবনের কাজ করতে সরকার ও কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান তিনি।

এ প্রসঙ্গে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমি মোহাম্মদ সায়েফ জানান, সুলতানপুর ইউনিয়ন পরিষদ ভবন ব্যাবহারের অনুপোযোগী হয়ে পড়েছে। বিষয়টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ পর্যন্ত আমাকে জানাননি। বিষয়টি এখন জেনেছি। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ভবনটির উন্নয়ন কাজ করার সিদ্ধান্ত গ্রহন করা হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

আমরা ভালো কাজ করতে চাই- গোয়ালন্দে মতবিনিময় সভায় জেলা প্রশাসক

কুয়াশায় কয়েক ঘন্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট রুটে ফেরি চালু

বালিয়াকান্দিতে ছাত্রলীগ নেতাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

পদ্মা নদীতে বাল্কহেড থেকে চাঁদাবাজির সময় দুটি ট্রলারসহ গ্রেপ্তার ৬

গোয়ালন্দে নবাব সলিমুল্লাহ্’র ১১০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও পাঠচক্র অনুষ্ঠিত

৩১ দফা রাষ্ট্র সংস্কারের মূল ভিত্তি- বালিয়াকান্দিতে ব্যারিস্টার মানিক

ফরিদপুরে প্রতিবন্ধিদের মাঝে ফারিয়ান ইউসুফের শীত বস্ত্র বিতরন

পাংশায় মরহুম আব্দুল আজিজ সরদার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন

রাজবাড়ী সদর কোলারহাটে বিএনপি’র কর্মী সমাবেশ

সংষ্কারের আগে কোন নির্বাচন নয় – ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব

রাজবাড়ীতে ৬৬টি হারানো মোবাইল ফিরিয়ে দেয়া হলো মালিকের হাতে

রাজবাড়ীতে বালু ব্যবসায়ী হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড ৬জনের যাবজ্জীবন কারাদণ্ড