জীবন চক্রবর্তী, গোয়ালন্দঃ গোয়ালন্দ প্রবাসী ফোরাম নামক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ১৬ জন মেধাবী অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে ৬৪ হাজার টাকা শিক্ষাবৃত্তি এবং দুইজন কিডনি ও ক্যানসার আক্রান্ত রুগীকে ৫ হাজার টাকাসহ মোট ৬৯ হাজার টাকা সহায়তা প্রদান করেছে।
বৃহস্পতিবার (২২ জুলাই) বিকাল ৪ টায় উপজেলার আহম্মদ আলী মৃধা গণ গ্রন্থাগার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জীবন চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, “গোয়ালন্দ প্রবাসী ফোরামের অন্যতম সদস্য ও সৌদি প্রবাসী মো. নুরুল ইসলাম।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির টাকা তুলে দেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, সহকারি কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান, বিমান বাহিনীর সার্জন এসএম সিরাজুল ইসলাম, গোয়ালন্দ শিশু সংসদের প্রধান সমন্বয়ক জহিরুল ইসলাম, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের শিক্ষক আমিরুল ইসলাম লিন্টু, কামরুল ইসলাম সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক শহীদুল ইসলাম, পৌরসভার কাউন্সিলর নাসির উদ্দিন রনি, দক্ষিন উজানচর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোজাফ্ফর হোসাইন, সাহাজদ্দিন মন্ডল ইনিস্টিটিউটের প্রধান শিক্ষক আরিফা বেগম, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, রবাট চৌধুরী আব্দুল হামিদ একাডেমির প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, কলেজ শিক্ষক জাকির হোসেন, পলাশ কবিরাজ, মিলন, মোল্লা সাব্বির, রনি মন্ডল প্রমুখ ব্যাক্তিবর্গ।