• ঢাকা
  • বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২১
সর্বশেষ আপডেট : ১৭ জুলাই, ২০২১

দৌলতদিয়ায় হকারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মহামারী করোনাভাইরাস জনিত কারনে কর্মহীন হয়ে পড়া ২০০ হকারদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার দৌলতদিয়া মডেল হাই স্কুলের মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে এই উপহার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান এর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সি, গোয়ালন্দ পৌরসসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, সহসভাপতি শহিদুল ইসলাম খান, গোলজার হোসেন মৃধা, মামুন-অর রশিদ, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সি বলেন, করোনা ভাইরাসের কারনে যেসব খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পরেছেন পর্যায়ক্রমে সবাইকেই প্রধানমন্ত্রীর উপহার প্রদান করা হবে।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর