Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. কৃষি ও অর্থনীতি

গোয়ালন্দে পশুরহাটে বসানো হয়েছে পুলিশের কন্ট্রোল রুম

রাজবাড়ী মেইল ডেস্ক
১৬ জুলাই ২০২১, ৭:৪২ পূর্বাহ্ণ

Link Copied!

মইন মৃধা, গোয়ালন্দঃ কোরবানির ঈদকে কেন্দ্র করে জাল টাকা চক্র, চোর, বাটপাররা সক্রিয় হয়ে উঠেছে বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা। তবে তারা বলছেন, কোরবানির পশুর হাটে যেন চক্রটি কোন অপ্রিতিকর ঘটনা না ঘটাতে পারে, সে ব্যাপারে সতর্ক রয়েছে পুলিশ। সেজন্য গরুরহাটে পুলিশের বিশেষ নজরদারি রয়েছে।

তারই ধারাবহিকতায় বৃহস্পতিবার (১৫ জুলাই) রাজবাড়ীর গোয়ালন্দে কোরবানির ঈদ উপলক্ষে বাজারে অবস্থিত পশুরহাটে অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে এ কন্ট্রোল রুমের উদ্বোধন করেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর কার্তিক ঘোষ, গোয়ালন্দ ঘাট থানার এস.আই (অপারেশন অফিসার) মো. জাকির হোসেন, এস.আই মুরাদ হোসেন প্রমুখ।

জানাযায়, পশুর হাট ইজারাদারের নেওয়া হাসিলের হার দেখা, নির্ধারিত হারের বেশি আদায় করছে কিনা , কোরবানির পশুব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা, পশুর হাটে জাল নোট শনাক্তকরণ সহ কোন বিশৃঙ্খলা না ঘটতে পারে সে ব্যাপারে কঠোর নজরদারি করবেন পুলিশ কন্ট্রোল রুমের সদস্যরা। এছাড়াও কোরবানির পশু পরিবহনে ব্যবহৃত ট্রাকে যেন কোন প্রকার চাঁদাবাজি না হয় সেদিকে খেয়াল রাখার জন্যও পুলিশ কন্ট্রোল রুম গুরুত্ব সহকারে কাজ করবে।

গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, সকাল থেকে হাট শেষ হওয়া পর্যন্ত পুলিশ সদস্যরা কন্ট্রোল রুমে থাকবে। পশুর হাটে খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে মানুষকে অচেতন করা হয়। সেজন্য কোনো প্রকার ভ্রাম্যমাণ দোকান বা হকার হাটের মধ্যে বসতে পারবেনা।

এছাড়া ক্রেতা বা বিক্রেতা যদি গরু বিক্রয়ের টাকা বাড়ী বা ব্যাংকে নিয়ে যাবার জন্য সংকোচবোধ মনে করে তবে পুলিশ সদস্যরা সে ব্যপারে তাকে সর্বাত্মক সহযোগীতা করবে। অনেক সময় হাটে চোর, বাটপার থাকে এবং জাল টাকার নোট শনাক্ত ও কোন অপ্রিতিকর ঘটনা ঘটলে কন্ট্রোল রুমে অবিহিতকরণ সহ কন্ট্রোল রুমের নাম্বারে ফোন দিলে দ্রুত সময়ের মধ্যে পুলিশ আইনআনুগ ব্যাবস্থা নিবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ

রাজবাড়ীতে কৃষকদের ফের দেওয়া হলো প্রণোদনার পেঁয়াজবীজ

‘গোয়ালন্দ সাংবাদিক ফোরাম’ এর আহ্বায়ক হেলাল মাহমুদ, সদস্য সচিব মোজাম্মেল হক

রাজবাড়ীতে মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত

গোয়ালন্দে ইউএনওকে বিদায় সংবর্ধনা

গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়ীতাকে সংবর্ধনা

গোয়ালন্দে ব্যবসায়ী হত্যায় গ্রেপ্তার খুনির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

রাজবাড়ীতে প্রণোদনার পেঁয়াজবীজ না গজানোয় চার হাজার কৃষকের মাথায় হাত, পুনর্বাসনের দাবি

হয়রানি বন্ধে পাংশার বিলপাড়া গ্রামে এলাকাবাসীর মানববন্ধন

গোয়ালন্দে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

গোয়ালন্দে পুলিশের চেকপোস্টে ৪৭ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার ১

কামরুল হাসান সভাপতি, মনিরুল হক সম্পাদক নির্বাচিত; বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা