Rajbarimail.com
ঢাকা, শনিবার , ১৪ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. স্বাস্থ্য

গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবকে বন্ধু ‘৯৬ এর অক্সিজেন সিলিন্ডার উপহার

রাজবাড়ী মেইল ডেস্ক
১৩ জুলাই ২০২১, ৯:১৫ অপরাহ্ণ

Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তায় উপহার হিসেবে ২টি অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছে বন্ধু ‘৯৬ নামের একটি সামাজিক সংগঠন।

জানা গেছে, করোনার এ দুঃসময়ে গত ৪ মাস ধরে হোম আইসোলেশনে থাকা করোনা আক্রান্ত জরুরি রোগীদের বাড়ি বাড়ি গিয়ে অক্সিজেন সেবা দিচ্ছে “গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাব” নামের একটি সেবা সংগঠন। মঙ্গলবার বেলা ১২ টার দিকে গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবকে তাদের কার্যালয়ে বন্ধু ‘৯৬ এর পক্ষ হতে অক্সিজেন ভর্তি সিলিন্ডার দুটি হস্তান্তর করা হয়।

এ সময় উপস্হিত ছিলেন বন্ধু ‘৯৬ সংগঠনের সভাপতি শামীম শেখ, সহ সভাপতি স্কুল শিক্ষক আবুল কাশেম, গোবিন্দ চন্দ্র, গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক কলিন্স পার্থ, সহ-সাংগঠনিক সম্পাদক আরাফাত মোল্লা, কোষাধ্যক্ষ শফিক মন্ডল প্রমূখ।

বন্ধু ‘৯৬ সংগঠনের সহসভাপতি আবুল কাশেম বলেন, গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের একদল উদ্যোমী যুবক করোনার এই দুঃসময়ে যে ভাবে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত করোনা রোগীদের সেবায় কাজ করে চলেছেন তা নজিরবিহীন। আমরা দেশে-প্রবাসে থাকা বন্ধুরা মিলে তাদের এ মহতি কাজের সাথে পরোক্ষভাবে সম্পৃক্ত হতে সিলিন্ডার দুটি উপহার হিসেবে দিলাম। আশা করি এতে শ্বাসকষ্টে ভোগা করোনা রোগীরা কিছুটা হলেও উপকৃত হবেন।

গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বলেন, ২০১৯ সালের ডিসেম্বরে গোয়ালন্দ উপজেলাবাসীকে রক্ত দিয়ে সেবার উদ্দেশ্যে গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাব সংগঠনটি গড়ে তোলা হয়। মাত্র দেড় বছরে আমরা অন্তত দেড় হাজার জন জরুরি ও মূমুর্ষ রোগীকে রক্ত দিয়ে সহায়তা করেছি। আমাদের চলমান এ কর্মসূচির মধ্যেই শুরু হয়ে গেছে মহামারী করোনা। এ অবস্থায় আমরা ৯টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে রোগীদের সেবায় কাজ শুরু করি। হোম আইসোলেশনে থাকা রোগীদের হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে গেলে খবর পাওয়া মাত্রই আমাদের সংগঠনের কর্মীরা ওই রোগীর বাড়িতে গিয়ে তাকে অক্সিজেন দিয়ে বাঁচতে সহায়তা করছে। এ ক্ষেত্রে আমাদের নিবেদিত প্রান একদল তরুন-যুবক জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত কাজ করে চলেছেন।

গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের সভাপতি মো. সেলিম মুন্সি বলেন, আজকের দুটি দিয়ে আমাদের মোট অক্সিজেন সিলিন্ডার সংখ্যা দাড়ালো ১১টিতে। সবগুলোই রোগীদের সেবায় নিয়োজিত রয়েছে। আমরা বন্ধু ‘৯৬ এর সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আ.লীগ ও যুবলীগের চার নেতা গ্রেপ্তার

রাজবাড়ীতে দুইদিন ব্যাপী তথ্য মেলার উদ্বোধন

কালুখালীতে রসুন খেত থেকে কৃষকের লাশ উদ্ধার

ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ

রাজবাড়ীতে কৃষকদের ফের দেওয়া হলো প্রণোদনার পেঁয়াজবীজ

‘গোয়ালন্দ সাংবাদিক ফোরাম’ এর আহ্বায়ক হেলাল মাহমুদ, সদস্য সচিব মোজাম্মেল হক

রাজবাড়ীতে মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত

গোয়ালন্দে ইউএনওকে বিদায় সংবর্ধনা

গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়ীতাকে সংবর্ধনা

গোয়ালন্দে ব্যবসায়ী হত্যায় গ্রেপ্তার খুনির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

রাজবাড়ীতে প্রণোদনার পেঁয়াজবীজ না গজানোয় চার হাজার কৃষকের মাথায় হাত, পুনর্বাসনের দাবি

হয়রানি বন্ধে পাংশার বিলপাড়া গ্রামে এলাকাবাসীর মানববন্ধন