ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ীতে বিধি নিষেধের আওতায় থাকা প্রায় সব ধরনের দোকানপাট খোলা রেখে মালামাল বেচাকেনা চলছে। কাপড় বাজার, সিমেন্ট, প্লাষ্টিকসহ বিভিন্ন ধরনের দোকান খোলা রেখে দেদারছে মালামাল বিক্রি করতে দেখা যায়।
কোন দোকান মালিকই কঠোর বিধিনিষেধ না মেনে এসব দোকান খোলা রাখছে। যেখানে প্রতিদিন রাজবাড়ীতে করোনা সংক্রমন ও আক্রান্ত বেড়ে চলেছে সেখানে এসব বিধিনিষেধের তোয়াক্কাই করছেননা দোকানিরা। বিধিনিষেধের আওতায় থাকা দোকান এভাবে খোলা রাখায় করোনা আরো বাড়ছে বলে মনে করেন সচেতন মহল। বিকাল ৫টা পর্যন্ত নিত্য প্রয়োজনীয় দোকান খোলা রাখার কথা থাকলেও বেশির ভাগ দোকান সন্ধ্য পর্যন্ত খোলা রাখা হচ্ছে। অনেক দোকন ক্যামেরা দেখে সাটার বন্ধ করতেও দেখা যায়।
করোনার কারনে তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বর্তমানে দোকানিরা তাদের ব্যাবসা ও পরিবার নিয়ে মারাত্নক সমস্যায় পরেছেন। দোকান ও ব্যাবসা বন্ধ থাকায় এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে। ছোট অনেক ব্যবসায়ী তাদের না খুব কষ্টে জীবন যাপন করতে হচ্ছে। বাধ্য হয়ে দোকোনের অর্ধেক সাটার খোলা রেখে মালামাল বিক্রি করতে হচ্ছে প্রশাসনের নজর ফাঁকি দিয়ে। দিনে বিক্রিও কমে গেছে কয়েকগুন। তারপরও পরিবারের সদস্যদের কথা চিন্তা করে করোনা ঝুকি নিয়ে দোকান খোলা রাখতে বাধ্য হচ্ছেন। করোনা ঝুকি এখন তাদের কাছে বড় কোন সমস্যা নয়, বড় সমস্যা হয়ে দাড়িয়েছে না খেয়ে জীবন যাপন করা। পরিবার নিয়ে বেঁচে থাকা।
তবে অনেক দোকানিরা তাদের দোকান খোলা রেখে বিক্রি করলেও করোনা ঝুকির মধ্যে দোকান বন্ধ রাখার কথা বলেন। অনেকে দোকানি আবার স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা রেখে বিক্রি করতে সরকারের কাছে অনুরোধও জানান।