Rajbarimail.com
ঢাকা, শনিবার , ১৪ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. কৃষি ও অর্থনীতি

করোনা ও লকডাউনে গরু বিক্রি করতে না পারায় বিপাকে রাজবাড়ীর খামারিরা

রাজবাড়ী মেইল ডেস্ক
৯ জুলাই ২০২১, ৮:৩৭ অপরাহ্ণ

Link Copied!

ইমরান হোসেন, রাজবাড়ীঃ নাম বাহাদুর। সাদা ও কালো রংয়ের মিশেলে ফিজিয়ান জাতের বাহাদুর নামের গরুটির উচ্চতা প্রায় সাড়ে ছয় ফুট এবং লম্বায় সাড়ে এগার ফুট। ওজন একত্রিশ মণ, বারোশ চল্লিশ কেজি। দাম নির্ধারন করেছেন ১৪ লাখ টাকা। গরুটি সাড়ে তিন বছর ধরে লালন পালন করছে। রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহরে রয়েল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড নামক খামারটিতে বাহাদুরের মত ২০ থেকে ৩১ মনের ২২টি বড় গরু রয়েছে।

কোরবানির ঈদকে সামনে রেখে তিন বছর ধরে লালন পালন করে আসছে খামারের ১৩০টি গরু। লকডাউনে জেলা ও ঢাকার গরু হাটে এখনও বেচাকেনা শুরু না করায় বিক্রি নিয়ে বিপাকে পরেছেন জেলার কয়েক হাজার খামারি। গো খাদ্যের অধিক দামের কারনে প্রতিদিন খরচ হচ্ছে অতিরিক্ত। খামারে ফিজিয়ান সহ শাহিওয়াল জাতের গরু ওজন সবচেয়ে বেশি। প্রাকৃতিক খাবারের মাধ্যমে মোটা তাজা করা হয়েছে।

কোরবানির ঈদকে সামনে রেখে রাজবাড়ী সদর, পাংশা, বালিয়াকান্দি, কালুখালী ও গোয়ালন্দ উপজেলায় ছোট-বড় সাড়ে ৮ হাজার খামারি আছেন। প্রায় ৩৩ হাজার গরু ও ছাগল মোটা তাজা করন করছেন কোরবানির ঈদে বিক্রির উদ্দ্যেশ্যে। কিন্তু করোনার কারনে লকডাউন চলমান থাকায় ঢাকা সহ কোন জেলা থেকে ব্যাবসায়ী আসতে পারছেননা। ঢাকাতেও গরু পাঠাতে পারছেন না। ঈদের কয়েকদিন বাকি থাকলেও গরু নিয়ে বিপাকে পরেছেন খামারিরা। রয়েল ইন্ডষ্ট্রিজ লিমিটেড, এপিসোড এগ্রো ফার্ম, এবিসি এগ্রো ফার্ম সহ জেলার প্রায় সব খামারি তাদের এসব গরু নিয়ে পড়েছেন বিপাকে। লাভের আশায় গরু মোটা তাজা করা হলেও করোনা মহামারি তাদের এসব গরু বিক্রিতে বাঁধা হয়ে দাড়িয়েছে।

খামারিরা বলেন, ঈদের সময় ঘনিয়ে এলেও লকডাউনে তারা এখনও গরু বিক্রি করতে না পারায় বিপাকে পড়েছেন। বাইরে থেকেও কোন ব্যাবসায়ী আসছেন না। খাবারের অত্যাধিক দাম হওয়ায় প্রতিদিন খরচ বেশি হচ্ছে। এতে গরু বিক্রি নিয়ে লোকসানের আশঙ্কা করছেন তারা।

রয়েল ইন্ডষ্ট্রিজ লিমিটেড ম্যানেজার গোবিন্দ ভাদুরি বলেন, তাদের ফার্মে ১৩০টির মধ্যে ২২টি বড় গরু রয়েছে। এ গরুর মধ্যে বাহাদুর নামে ৩১ মন ওজনের গরুটির দাম নির্ধারন করেছেন ১৪ লাখ টাকা। ২০ থেকে ৩১ মণ এ ধরনের বড় গরু বিক্রি করতে না পারায় বিপাকে পরেছি। লকডাউনে বিভিন্ন জেলা থেকে ব্যাবসায়ীরা আসতে পারছেনা। জেলার হাটগুলো এখনও না বসায় লোকসানের আশঙ্কা করছেন। গরু বিক্রির ব্যবস্থা করতে সরকারের কাছে অনুরোধ জানান তিনি।

রাজবাড়ী জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. মো. ফজলুল হক সরদার বলেন, কোরবানি সামনে রেখে গত বছরের চেয়ে এ বছর ৫ হাজারের বেশি গরু-ছাগল মোটা তাজা করেছে। এ বছর ৩৩ হাজারের বেশি গরু ও ছাগাল কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। কোভিড-১৯ মহামারির সময়ে খামারিরা গরু বিক্রি নিয়ে বিপাকে পড়েছেন। অনলাইনের মাধ্যমে জেলা, উপজেলায় গরু বিক্রির ব্যবস্থা করেছেন। তারপরও ১৪ জুলাই এর পরে জেলার গরুরহাট বসানোর ব্যবস্থা করতে পারবেন বলে জানান।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আ.লীগ ও যুবলীগের চার নেতা গ্রেপ্তার

রাজবাড়ীতে দুইদিন ব্যাপী তথ্য মেলার উদ্বোধন

কালুখালীতে রসুন খেত থেকে কৃষকের লাশ উদ্ধার

ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ

রাজবাড়ীতে কৃষকদের ফের দেওয়া হলো প্রণোদনার পেঁয়াজবীজ

‘গোয়ালন্দ সাংবাদিক ফোরাম’ এর আহ্বায়ক হেলাল মাহমুদ, সদস্য সচিব মোজাম্মেল হক

রাজবাড়ীতে মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত

গোয়ালন্দে ইউএনওকে বিদায় সংবর্ধনা

গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়ীতাকে সংবর্ধনা

গোয়ালন্দে ব্যবসায়ী হত্যায় গ্রেপ্তার খুনির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

রাজবাড়ীতে প্রণোদনার পেঁয়াজবীজ না গজানোয় চার হাজার কৃষকের মাথায় হাত, পুনর্বাসনের দাবি

হয়রানি বন্ধে পাংশার বিলপাড়া গ্রামে এলাকাবাসীর মানববন্ধন