• ঢাকা
  • বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২২ জুন, ২০২১
সর্বশেষ আপডেট : ২২ জুন, ২০২১

রাজবাড়ীতে পানিতে ডুবে এসএসসি পরিক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক

ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ পানিতে ডুবে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী কাজী ওয়াসিফ হাসান অর্ণ (১৫) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২২ জুন) সকালে জেলা শহরের ভবানিপুর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত অর্ণ জেলা শহরের বড়পুল এলাকার কাজী জাহিদ হাসান লিপনের ছোট ছেলে।

অর্ণর চাচাতো ভাই কাজী আরাফাত হাসান জিসান জানিয়েছে, অর্ণ মঙ্গলবার সকালে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলতে যায়। ফুটবল খেলা শেষে বন্ধুদের সাথে জেলা শহরের ভবানিপুর এলাকার পানি উন্নয়ন বোর্ডের পুকুরে গোসল করতে যায়। তবে অর্ণ সাঁতার না জানার কারণে পুকুরের পানিতে তলিয়ে যায়। ওই অবস্থায় অন্যান্য বন্ধুরা তাকে উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ওই সময়ই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, অর্ণ’র ফুসফুসে পানি ঢুকে যাওয়ার কারণে তাকে আর বাঁচানো সম্ভব হয় নি।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর