Rajbarimail.com
ঢাকা, সোমবার , ২৪ মার্চ ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী

দৌলতদিয়া-পাটুরিয়াঃ দুই ঘন্টা বন্ধের পর লঞ্চ চালু, ফেরিতে লোড-আনলোড ব্যাহত

রাজবাড়ী মেইল ডেস্ক
১৭ জুন ২০২১, ৪:৩৫ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ বৈরী আবহাওয়ার কারনে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া, দৌলতদিয়া-আরিচা ও আরিচা-কাজিরহাট নৌপথে দুই ঘন্টা লঞ্চ চলাচল বন্ধ ছিল। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টা থেকে শুরু করে বেলা সোয়া ২টা পর্যন্ত দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ লঞ্চ বন্ধ রাখে। ফেরি ঘাটের প্রতিটি সংযোগ সড়ক কাঁদায় পিচ্ছিল হওয়ায় লোড-আনলোড ব্যাহত হচ্ছে।

বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের ট্রাফিক পরিদর্শক আফতাব হোসেন জানান, সকাল থেকে বৈরী আবহাওয়ার কারনে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। দুপুর ১২টার দিকে বৃষ্টির সাথে বাতাস শুরু হওয়ায় নদী পথ উত্তাল হয়ে ওঠে। এসময় লঞ্চগুলো অনেকটা ঝুঁকি নিয়ে নদী পথ পাড়ি দেয়। পরে দুর্ঘটনা এড়াতে সোয়া ১২টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া, দৌলতদিয়া-আরিচা এবং আরিচা-পাবনার কাজিরহাট রুটে সকল প্রকার লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। বেলা সোয়া ২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে লঞ্চ চলাচল শুরু হয়। এসময় যেসব যাত্রী দৌলতদিয়া লঞ্চ ঘাটে নদী পাড়ি দিতে আসেন তাদের বিকল্প হিসেবে ফেরিতে নদী পাড়ি দিতে অনুরোধ জানানো হয়। এভাবে পাটুরিয়া প্রান্তে নদী পাড়ি দিতে আসা যাত্রীদেরকেও ফেরিতে পাড়ি দিতে অনুরোধ জানানো হয়। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ১৭টি লঞ্চ চলাচল করছে।

আরিচা লঞ্চ মালিক সমিতি দৌলতদিয়া ঘাট শাখার দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক নুরুল আনোয়ার মিলন বলেন, বৈরী আবহাওয়ার মধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা যাত্রী সাধারণ দ্রুত নদী পাড়ি দিতে লঞ্চ ঘাটে আসে। অনেকে হালকা বৃষ্টির মধ্যেও লঞ্চে নদী পাড়ি দেয়। কিন্তু দুপুর থেকে বৃষ্টির সাথে বাতাস শুরু হলে নদী পথ উত্তাল হয়ে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়। এতে করে দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়। যে কারনে কর্তৃপক্ষ লঞ্চ চালানো বন্ধ করে দিতে বলে। এসময় আমরা যাত্রীদেরকে ফেরিতে নদী পাড়ি দিতে অনুরোধ করি। বিকেল পর্যন্ত বৈরী আবহাওয়া বিরাজ করলেও লঞ্চে যাত্রী পারাপার অব্যাহত রয়েছে।

এদিকে বৈরী আবহাওয়ার কারনে দৌলতদিয়ার প্রতিটি ফেরি ঘাটের সংযোগ সড়কে কাঁদা হওয়ায় পিচ্ছিল হয়েছে। এতে করে ফেরিতে গাড়ি ওঠানামায় সময় বেশি লাগছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় মিলে ১৬টি ফেরি চলাচল করছে। সবকটি ফেরি চালু থাকায় যানবাহনের চাপ খুব বেশি একটা নেই। তবে বৈরী আবহাওয়ার কারনে প্রতিটি ফেরি ঘাটের সংযোগ সড়ক পিচ্ছিল হওয়ায় লোড-আনলোডে কিছু সমস্যা হচ্ছে। এছাড়া ৫নম্বর ঘাটের সাথে ফেরির ধাক্কায় একটি পকেটের কব্জা ক্ষতিগ্রস্থ হওয়ায় ওই পকেটটি বন্ধ রয়েছে। এতে যানবাহন পারাপার কিছুটা ব্যাহত হওয়ায় শতাধিক যানবাহন নদী পাড়ি দিতে অপেক্ষা করছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

গোয়ালন্দে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গোয়ালন্দে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রাজবাড়ীতে বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইয়ামাহা রাইডার্স ক্লাব রাজবাড়ীর ইফতার মাহফিল

প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

কালুখালিতে তিন মাদরাসা শিশুকে বলাৎকার চেষ্টার অভিযোগে শিক্ষক আটক

রাজবাড়ীতে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

দৌলতদিয়ায় জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

গোয়ালন্দে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে গনধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

রাজবাড়ীতে এক মাস পর স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা

ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ চলবে, চালু থাকবে ৩টি করে ঘাট