Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ
  6. ভিন্ন স্বাদের খবর

গোয়ালন্দে শরীরে বিষ প্রয়োগ করে কথিত স্বামীর বিরুদ্ধে যৌনকর্মীকে হত্যার অভিযোগ

রাজবাড়ী মেইল ডেস্ক
১৪ জুন ২০২১, ৭:১৩ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লির ফারজানা আক্তার মুন্নি (২৬) নামের এক যৌনকর্মীর শরীরে বিষ প্রয়োগ করে স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। মুন্নি ময়মনসিংহের গৌরিপুর উপজেলার গোবিন্দুপর গ্রামের আবু তাহের এর মেয়ে। অভিযুক্ত স্বামী রাশেদ খান পাবনা সদর উপজেলার শানিরদিয়া ভবানীপুর গ্রামের ছলিম খান এর ছেলে। তবে এ ঘটনার পর রাশেদ খান পলাতক রয়েছে।

যৌনপল্লির স্থানীয়রা জানান, যৌনপল্লির কনক মন্ডলের বাড়ির ভাড়াটিয়া ছিল ফারজানা আক্তার মুন্নির কাছে দীর্ঘদিন ধরে রাশেদ খান নামের ওই যুবক নিয়মিত আসা যাওয়া করতো। তারা গত বছর ২০২০ সালের ১০ সেপ্টেম্বর তারা ১০ লাখ টাকা দেন মোহর ধার্য্য করে উভয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গত শনিবার (১২ জুন) রাতে মুন্নি অসুস্থ্য হয়ে পড়ে। শরীর বেশি খারাপ দেখে স্থানীয় পল্লি চিকিৎসকের মাধ্যমে মধ্য রাতেই মুন্নির শরীরে ভিটামিন জাতীয় হাত স্যালাইন পুশ করে। ভোরে স্যালাইন প্রায় শেষ হয়ে আসলে রাশেদ আরেকটি সিরিঞ্জের মাধ্যমে তার শরীরের শিরায় বিষ পুষ করে। কিছুক্ষণ পর সে বেশি অসুস্থ্য হলে স্থানীয় লোকজন সকাল ৭টার দিকে তাকে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ৩ টার দিকে মুন্নি মৃত্যু বরন করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নিতাই কুমার ঘোষ বলেন, সকাল ৭টার কিছু পর অসুস্থ্য অবস্থায় ফারজানা আক্তার মুন্নিকে হাসপাতালে আনা হয়। এসময় একজন মানুষের শরীরে বিষ প্রবেশ করলে যেরকম উপসর্গ দেখা দেয় মুন্নির তার সব আলামতই ছিল। এসময় সে জানায়, রাতে সে বেশি অসুস্থ্য হয়ে পড়লে দুর্বলতা কাটাতে মধ্যরাতে তার শরীরে ভিটামিন জাতীয় স্যালাইন পুশ করা হয়। সকালে স্যালাইন শেষ করে তার হাতের শীরায় ইঞ্জেশনের মাধ্যমে বিষয় প্রয়োগ করা হয়। তার শরীরে অর্গানেক ফসফরাস কম্পাউন্ড (ওপিসি) জাতীয় বিষ প্রয়োগ করা হয়েছে। বিষ তার সমস্ত শরীরে ছড়িয়ে পড়লে বমি হওয়াসহ বিষ প্রয়োগে যাবতীয় লক্ষণ দেখা দেয়। বিষয়টি বুঝতে পেরেই দ্রুত তাকে ফরিদপুরে স্থানান্তর করা হয়। বিকেলে সে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এর আগে সকালে গোয়ালন্দ ঘাট থানার এস.আই মামুন মিয়া. এস.আই দেওয়ান শামীম হাসপাতালে পৌছেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, বিকেলেই যৌনকর্মী মুন্নি ফরিদপুর হাসপাতালে মারা যাওয়ার খবর পেয়েছি। সেখানে ময়না তদন্ত শেষে লাশ এলাকায় আসবে। এখন পর্যন্ত পরিবার থেকে কোন অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে প্রণোদনার পেঁয়াজবীজ না গজানোয় চার হাজার কৃষকের মাথায় হাত, পুনর্বাসনের দাবি

হয়রানি বন্ধে পাংশার বিলপাড়া গ্রামে এলাকাবাসীর মানববন্ধন

গোয়ালন্দে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

গোয়ালন্দে পুলিশের চেকপোস্টে ৪৭ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার ১

কামরুল হাসান সভাপতি, মনিরুল হক সম্পাদক নির্বাচিত; বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

রাজবাড়ীতে পেঁয়াজ বীজ বপনে ক্ষতিগ্রস্ত কৃষকের পূনর্বাসনের দাবিতে মানববন্ধন

গোয়ালন্দে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

রাজবাড়ীতে আইনজীবী হত্যার প্রতিবাদ ও ‘ইসকন’ নিষিদ্ধের দাবিতে ইমাম কমিটির বিক্ষোভ

ইসকন নিষিদ্ধ ও আইনজীবী হত্যার প্রতিবাদে গোয়ালন্দে তৌহিদি জনতার মানববন্ধন

গোয়ালন্দে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আনন্দ একাদশ

রাজবাড়ীর পদ্মার পাড়ে রাতের আঁধারে ছয় কৃষকের ফসল নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা

গোয়ালন্দে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ