• ঢাকা
  • বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১ জুন, ২০২১
সর্বশেষ আপডেট : ১১ জুন, ২০২১

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্দ্ধ-১৭ এ রাজবাড়ী বিজয়ী

অনলাইন ডেস্ক

ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্দ্ধ-১৭ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। এতে রাজবাড়ী সদর উপজেলা বালক ও বালিকা অনুর্দ্ধ-একাদশ দল দুটি খেলাতেই পাংশা বালক দল ও গোয়ালন্দ বালিকা একাদশ দলকে হারিয়ে প্রথম স্থান অধিকার করে চ্যাম্পিয়ন হয় এবং গোল্ডকাপ জিতে নেয়।

বৃহস্পতিবার (১০ জুন) বিকালে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার অয়োজনে রাজবাড়ী শহরের কাজী হেদায়েত হোসেন স্টেডিয়োমে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় রাজবাড়ী সদর বালক ও বালিকা অনর্দ্ধ-১৭ পাংশা ও গোয়ালন্দ উপজেলাকে হারিয়ে বিজয় অর্জন করে।

ফাইনাল খেলায় রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রথম স্থান অধিকারী বিজয়ী দলের মাঝে গোল্ডকাপ ট্রফি তুলে দেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমি মো. সায়েফ ও জেলা ক্রীড়া কর্মকর্তা ফেরদৌসী আক্তার বন্যা প্রমূখ।

খেলায় প্রথম পর্বে রাজবাড়ী সদর উপজেলা অনুর্দ্ধ-১৭ বালিকা দল ৩-০ গোলে গোয়ালন্দ অনুর্দ্ধ-১৭ বালিকা দলকে হারিয়ে বিজয় অর্জন করে। দ্বিতীয় পর্বে রাজবাড়ী সদর উপজেলা বালক-অনুর্দ্ধ-১৭ দল খেলায় ১-১ গোলে পাংশা বালক অনুর্দ্ধ ১৭ দল সমতা আনে। পরে খেলা ট্রাইবেকারে গীয়ে গড়ায়। ট্রাইবেকাওে রাজবাড়ী সদর উপজেলা দল ৪-৩ গোলে পাংশাকে হারিয়ে বিজয় অর্জন করে। রাজবাড়ী সদর বালক ও বালিকা অনৃর্দ্ধ-১৭ দুটি দলই চ্যাম্পিয়ন অর্জন করে প্রথম পুরস্কার গোল্ডকাপ ট্রফি ছিনিয়ে নেয়।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর