Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. আলোচিত খবর

তালের রস সেবনের পর নাসিরুলকে হাতুরী দিয়ে পিটিয়ে হত্যা করে মানিক

রাজবাড়ী মেইল ডেস্ক
১৮ মে ২০২১, ১০:৫৩ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ অনেক আগে থেকে ব্যক্তিগত বিষয় নিয়ে নাসিরুল ইসলাম নয়নের সাথে মানিক হোসেন আজমিরের মধ্যে বিরোধ শুরু হয়। ঘটনার দিন গত ৭ মে শুক্রবার দিবাগত রাতে নাসিরুল ইসলাম নয়ন একত্রে তালের রসের তারি পান করে। এরপর তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতুরী দিয়ে মাথা ও মুখে আঘাত করে নয়নকে হত্যা করে মানিক। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে এ তথ্য জানান গ্রেপ্তারকৃত আসামী মানিক হোসেন ওরফে আজমির (১৮)।

মানিক রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের পূর্ব উজানচর দরাপের ডাঙ্গী গ্রামের হিরু শেখ এর ছেলে। এর আগে গত ৭ মে রাতে বাড়ি থেকে মুঠোফোনে ডেকে নিয়ে আসে যায় নাসিরুল ইসলাম নয়নকে (২০)। এরপর থেকে সে নিখোঁজ ছিল। নয়ন উপজেলার উজানচর ইউনিয়নের হাজী দুদুখান পাড়া গ্রামের শাহাজান শেখ এর ছেলে। বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে দরাপের ডাঙ্গী গ্রামের নির্মাণাধীন মশিউর রহমানের বাড়ির ঘরের ভিতর হাতুরী দিয়ে পিটিয়ে হত্যার পর ঘরের পাশে বালুমাটি গর্ত করে পুতে রাখে। তিন দিন পর ১০ মে গন্ধ পেয়ে পরিবারের লোকজন লাশের সন্ধান পান। পুলিশ এসে মাটি থেকে পুতে রাখা লাশ উত্তোলন করলে পরিবারের সদস্যরা নাসিরুলের লাশ শনাক্ত করে। ঘটনাস্থল থেকে পুলিশ সুমন মোল্লা ওরফে সাগর (২০) নামের এক তরুণকে আটক করে। সে দক্ষিণ উজানচর নাসের মাতুব্বর পাড়ার মজিবর মোল্লার ছেলে। এ ঘটনায় নিহত নাসিরুল ইসলাম নয়নের মা নাছিমা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা, গোয়ালন্দ ঘাট থানার এস.আই মুরাদ হেসেন জানান, রোববার দিবাগত মধ্যরাতে উপজেলার উজানচর ইউনিয়নের জামতলা এলাকা থেকে মানিক হোসেনকে পুলিশ গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে সোমবার বিকেলে রাজবাড়ীর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত-৩ এর বিচারক এর কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয় মানিক।

আদালতে মানিক জানায়, ব্যক্তিগত বিষয় নিয়ে নাসিরুলের সাথে বিরোধ দেখা দেয়। নাসিরুল ঢাকার কেরানীগঞ্জ সোয়েটার কারখানায় কাজ করে। লকডাউন শুরু হলে সে বাড়ি চলে আসে। গত ৭ মে রাতে মুঠোফোনে তাকে বাড়ি থেকে ডেকে আনা হয়। প্রায় এক কিলোমিটার দূর দরাপের ডাঙ্গী নির্মাণাধীন মশিউর রহমানের (গ্রেপ্তারকৃত মানিকের ছোট চাচা) বাড়িতে কয়েকজন তালের রস সেবন করে। এ সময় সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতুরী দিয়ে নাসিরুলের মাথা, মুখমন্ডলে আঘাত করে মানিক। এক পর্যায়ে নাসিরুল ইসলাম নয়নের মৃত্যু নিশ্চিত হলে ঘরের পাশে মাটি গর্ত করে পুতে রাখে।

এস.আই মুরাদ জানান, এ নিয়ে নাসিরুল ইসলাম ওরফে নয়ন হত্যাকান্ডের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মানিক হোসেন ওরফে আজমির আদালতে হত্যাকান্ডের কথা স্বীকার করে বিস্তারিত বর্ননা দিয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তার চেষ্টা চলছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ

রাজবাড়ীতে কৃষকদের ফের দেওয়া হলো প্রণোদনার পেঁয়াজবীজ

‘গোয়ালন্দ সাংবাদিক ফোরাম’ এর আহ্বায়ক হেলাল মাহমুদ, সদস্য সচিব মোজাম্মেল হক

রাজবাড়ীতে মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত

গোয়ালন্দে ইউএনওকে বিদায় সংবর্ধনা

গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়ীতাকে সংবর্ধনা

গোয়ালন্দে ব্যবসায়ী হত্যায় গ্রেপ্তার খুনির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

রাজবাড়ীতে প্রণোদনার পেঁয়াজবীজ না গজানোয় চার হাজার কৃষকের মাথায় হাত, পুনর্বাসনের দাবি

হয়রানি বন্ধে পাংশার বিলপাড়া গ্রামে এলাকাবাসীর মানববন্ধন

গোয়ালন্দে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

গোয়ালন্দে পুলিশের চেকপোস্টে ৪৭ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার ১

কামরুল হাসান সভাপতি, মনিরুল হক সম্পাদক নির্বাচিত; বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা