রাজবাড়ীমেইল ডেস্কঃ সড়ক পরিবহণ শ্রমিকদের তিন দফা বাস্তবায়নের দারীতে রাজবাড়ীতে বিক্ষোভ ও পথ সভার কর্মসূচী পালন করা হয়েছে। রোববার বেলা ১১টার দিকে জেলা শহরের বড়পুল এলাকা থেকে বিক্ষোভ মিছিল করে রাজবাড়ী সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সদস্যরা। বিক্ষোভ মিছিলটি রাজবাড়ীর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে পথ সভায় মিলিত হয়।
বিক্ষোভ শেষে আয়োজিত পথ সভায় বক্তৃতা করেন, রাজবাড়ী সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি রকিবুল ইসলাম পিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, দৌলতদিয়ার সভাপতি তোফাজ্জেল হোসেন তপুসহ অন্যান্যরা।
দাবী গুলো হলো, স্বাস্থবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহণ চলাচলের ব্যবস্থা করা, সড়ক পরিবহণ শ্রমিকদের আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করা এবং টার্মিলান ও ষ্ট্যান্ড গুলোতে ১০ টাকা কেজি দরে ওএমএস-এর চাল বিক্রির ব্যবস্থা করা।