Rajbarimail.com
ঢাকা, শনিবার , ১৪ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. কৃষি ও অর্থনীতি

দৌলতদিয়ায় পদ্মার এক কাতলা ও এক ঢাই মাছ বিক্রি হলো ৩৮ হাজার টাকায়

রাজবাড়ী মেইল ডেস্ক
২৯ এপ্রিল ২০২১, ১০:১৯ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর দৌলতদিয়া বাজার থেকে স্থানীয় এক মৎস্য ব্যবসায়ী ১৭ কেজি ওজনের একটি কাতলা ও সাড়ে ৬ কেজি ওজনের একটি ঢাই বা বাচা মাছ কিনেছেন। কাতলা মাছটি পাইকারী ১১৫০ টাকা কেজি দরে ১৯ হাজার ৫৫০ টাকায় এবং ঢাই মাছটি ২৩০০ টাকা কেজি দরে ১৮ হাজার ৭০০ টাকা দিয়ে ক্রয় করেন।

মাছ দুটি ক্রয় করেন দৌলতদিয়া ফেরি ঘাট সংলগ্ন সুমাইয়া মৎস্য আড়ৎ এর অন্যতম পরিচালক সোহেল মোল্লা। কাতলা মাছ ১৩০০ থেকে ১৪০০ টাকা কেজি দরে বিক্রি করা প্রস্তুতি নিচ্ছেন। ঢাই মাছটি ২৫০০ টাকা কেজি দরে বিক্রি করবেন বলে মন স্থীর করেন।

বৃহস্পতিবার সকালে দৌলতদিয়া ফেরি ঘাটে দেখা যায়, ৫ নম্বর ফেরি ঘাটের পন্টুনের সাথে রশি দিয়ে মাছ দুটি পানিতে ভাসিয়ে রেখেছেন। এ সময় পদ্মা নদীর এতবড় দুটি সুস্বাদু মাছ দেখতে স্থানীয় অনেকে ভিড় করছেন। ফেরিতে আসা যাওয়ার সময় যাত্রী সাধারণ মাছ দুটি উপভোগ করছেন।

স্থানীয় জেলে ও মৎস্য ব্যবসায়ীরা জানান, ভোরে দৌলতদিয়া ও আরিচা ঘাটের মধ্যবর্তী স্থানে জেলে এরশাদ মন্ডল জাল ফেলেন। জাল গুটিয়ে নৌকায় তোলার আগ মুহুর্তে ঝাকি দিলে বুঝতে পারেন বড় মাছ আটকা পড়েছে। নৌকায় তোলার পর দেখেন বড় কাতলা মাছ। মাছটি নিয়ে চলে আসেন দৌলতদিয়া ঘাট টার্মিনাল সংলগ্ন বাজারে। বাবু আড়তদারের আড়তে মাছটি তুলে ওজন দিয়ে দেখেন ১৭ কেজি ১০০ গ্রামের মতো। নিলামে ১১৫০ টাকা কেজি দরে ১৯ হাজার ৫৫০ টাকা দিয়ে কিনেন মৎস্য ব্যবসায়ী সোহেল মোল্লা ।

ব্যবসায়ীরা জানান, পদ্মা নদীতে আরেক জেলের জালে বড় একটি ঢাই বা বাচা ধরা পড়েছে। অনেক সুস্বাদু এবং দামী ঢাই মাছের কদর সব সময়। তারপর যদি হয় পদ্মা নদীর ঢাই মাছ, তাহলে তো কোন কথায় নাই। এই ঢাই মাছটি স্থানীয় দুলাল সরদারের আড়তে তোলা হয়। পরে নিলামে ২৩০০ টাকা কেজি দরে সর্বোচ্চ দরদাতা হিসেবে সোহেল মোল্লা প্রায় ১৮ হাজার ৭০০ টাকা দিয়ে কিনেন।

সুমাইয়া মৎস্য আড়তের পরিচালক সোহেল মোল্লা বলেন, বৃহস্পতিবার সকালে দৌলতদিয়া মাছ বাজারে গেলে বড় একটি কাতলা ও ঢাই মাছ দেখে নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে কিনে নেই। কাতলা মাছটি ১৩০০ টাকা কেজি দরে এবং বাচা মাছটি ২৫০০ টাকা কেজি দরে বিক্রি করবেন। মাছ দুটি ফেরির পন্টুনে রশি দিয়ে বেধে রেখে ঢাকাসহ বিভিন্ন পরিচিতদের সাথে যোগাযোগ করছেন।

গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বলেন, পদ্মা নদীতে মাঝে মধ্যে বড় কাতলা, পাঙ্গাশ, বাগাইড় জাতীয় মাছ ধরা পড়ছে। নদী শুকিয়ে সংকুচিত হয়ে আসছে। যে কারণে প্রায় বড় বড় মাছ জেলেদের জালে সহজে ধরা পড়ছে। দৌলতদিয়ার কুশাহাটা এলাকায় অভায়শ্রম করা দরকার। না হলে ধীরে ধীরে বংশ বিস্তার রোধ হয়ে এ ধরনের মাছ হারিয়ে যেতে পারে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আ.লীগ ও যুবলীগের চার নেতা গ্রেপ্তার

রাজবাড়ীতে দুইদিন ব্যাপী তথ্য মেলার উদ্বোধন

কালুখালীতে রসুন খেত থেকে কৃষকের লাশ উদ্ধার

ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ

রাজবাড়ীতে কৃষকদের ফের দেওয়া হলো প্রণোদনার পেঁয়াজবীজ

‘গোয়ালন্দ সাংবাদিক ফোরাম’ এর আহ্বায়ক হেলাল মাহমুদ, সদস্য সচিব মোজাম্মেল হক

রাজবাড়ীতে মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত

গোয়ালন্দে ইউএনওকে বিদায় সংবর্ধনা

গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়ীতাকে সংবর্ধনা

গোয়ালন্দে ব্যবসায়ী হত্যায় গ্রেপ্তার খুনির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

রাজবাড়ীতে প্রণোদনার পেঁয়াজবীজ না গজানোয় চার হাজার কৃষকের মাথায় হাত, পুনর্বাসনের দাবি

হয়রানি বন্ধে পাংশার বিলপাড়া গ্রামে এলাকাবাসীর মানববন্ধন