• ঢাকা
  • সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২১
সর্বশেষ আপডেট : ২৪ এপ্রিল, ২০২১

গোয়ালন্দে করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের ত্রাণ

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ করোনা ভাইরাসের সংক্রমণের ফলে ক্ষতিগ্রস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে শনিবার দুপুরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট মুক্তি মহিলা সমিতির মাঠে স্থানীয় যৌনপল্লির অসহায় যৌনকর্মী, তৃতীয় লিঙ্গ এবং প্রতিবন্ধী দেড় হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলামের সঞ্চালনায় অসহায় যৌনকর্মী, তৃতীয় লিঙ্গ হিজড়া এবং প্রতিবন্ধী তিন শ্রেনীর মানুষের মাঝে খাদ্য সামগ্রী প্রধান অতিথি হিসেবে তুলে দেন জেলা প্রশাসক দিলসাদ বেগম। এসময় জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহাবুবুর রহমান, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সী, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, জেলা পরিষদের সদস্য ইউনুস মোল্লা, সহকারী কমিশনার (ভুমি) রফিকুল ইসলাম, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম, তৃতীয় লিঙ্গের গোয়ালন্দের দায়িত্বপ্রাপ্ত নেত্রী মাহিয়া মাহী প্রমূখ উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যবিধি মেনে পর্যায়ক্রমে মোট ১৫০০ জনের প্রত্যেককে ৫ কেজি চাল, ১ কেজি চিড়া, ২ কেজি আলু, ১ কেজি ডাল ও ৫০০ গ্রাম সয়াবিন তেলের একটি করে প্যাকেট প্রদান করা হয়। স্বাস্থ্যবিধি মেনে ধাপে ধাপে ত্রাণ সামগ্রী বিতরণকালে বাইরে অপেক্ষমান সবাই প্রখর রোদ্রের মধ্যে ভিড় করতে থাকে। এক পর্যায়ে বারের গেট ভেদ করে সবাই সভাস্থলে প্রবেশ করে।

গত বৃহস্পতিবার অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে পুলিশের ঢাকা রেঞ্জ কার্যালয়ের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ও বেসরকারী সংগঠন উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এর উদ্যোগে যৌনপল্লীর ১৩০০ জন নারীর প্রত্যেককে ঈদ বাজার ও খাদ্য সামগ্রী তুলে দেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. সালাহ উদ্দিন, গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর, যৌনকর্মীদের নিজস্ব সংগঠন অসহায় নারী ঐক্য সংগঠন এর সভানেত্রী ঝুমুর বেগম, স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিল ফকীর প্রমূখ উপস্থিত ছিলেন। তাদেরকে পোলার চাউল, তেল, ডাল, চিনি, সেমাই, দুধ, বিস্কুট, খেজুর, আলু, পেয়াঁজ, ছোলা ও সাবান দেয়া হয়।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর