ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার উদ্যোগে বিনামূল্যে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার গোয়ালন্দ বাজারে গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল করোনাভাইরাস মোকাবেলায় সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
গোয়ালন্দ বাজার ছাড়াও গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় বিনামূল্যে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রত্যেককে হ্যান্ডস্যানিটাইজার, হ্যান্ডওয়াশ, সাবান ও মাস্ক বিতরণ করা হয়। বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে প্রথমে গোয়ালন্দ বাজারে রিক্সা চালক থেকে শুরু করে বাজার করতে আসা সর্বসাধারণ ও সকল দোকানদারদের মাঝে করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে বিনামূল্যে মাস্ক, সাবান, হ্যান্ড স্যানিটাইজার সহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরণ করা।
এ সময় পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল সহ উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. শহিদুল ইসলাম খান, গোয়ালন্দ পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ নাসির উদ্দিন রনি,৮নং ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দিন মৃধা, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর কার্তিক ঘোষ, ৫নং ওয়ার্ড কাউন্সিলর সুজন মোল্লা, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোশাররফ হোসেন কুটিন, গোয়ালন্দ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. সিদ্দিক মিয়া, বাদল বিশ্বাস সহ অনেকে।
এসময় জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে সকলের উদ্দেশ্যে পৌর মেয়র বক্তব্য প্রদান করেন। মেয়র বলেন, এখন থেকে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে এবং গুরুত্বপূর্ন স্থানে ৫০ হাজার পিস হ্যান্ড স্যানিটাইজার, ৫০ হাজার পিস হ্যান্ডওয়াশ, ৫০ হাজার পিস সাবান এবং মাস্ক সহ সুরক্ষা সামগ্রী পর্যায়ক্রমে বিতরণ করা হবে। পরবর্তীতে গোয়ালন্দ বাসষ্ট্যান্ড এলাকায় সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।