• ঢাকা
  • সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২১
সর্বশেষ আপডেট : ২১ এপ্রিল, ২০২১

২১ এপ্রিল গোয়ালন্দ গণহত্যা দিবস

অনলাইন ডেস্ক

গণেশ পাল, গোয়ালন্দঃ ২১ এপ্রিল বুধবার রাজবাড়ীর গোয়ালন্দ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তান হানাদার বাহিনী নদী বন্দরখ্যাত পদ্মা পারের গোয়ালন্দ আক্রমন করে। মানিকগঞ্জের আরিচাঘাট থেকে মেশিনগান, মর্টারসহ ভারি যুদ্ধাস্ত্র বোঝাই একটি গানবোট ও একটি কে-টাইপ ফেরিতে নদীপার হয়ে হানাদাররা প্রথম এসে নামে গোয়ালন্দের উজানচর ইউনিয়নের কামারডাঙ্গি নামক এলাকায়। সেখানে স্থানীয় জনতার সহায়তায় ইপিআর, আনছার ও মুক্তিবাহিনীর একটি দল হালকা অস্ত্রসস্ত্র নিয়ে তারা প্রতিরোধ সৃষ্টি করেন।

পাকবাহিনীর ভারি অস্ত্রের মুখে কিছুক্ষণের মধ্যেই প্রতিরোধ ভেঙ্গে যায়। এ সময় হানাদারের বুলেটে প্রথম শহীদ হন আনছার কমান্ডার মহিউদ্দিন ফকির। পরে পাকবাহিনী দ্রুত এগিয়ে এসে স্থানীয় বালিয়াডাঙ্গা গ্রাম ঘিরে ফেলে। সেখানে বৃষ্টির মতো গুলি চালিয়ে তারা গণহত্যাযজ্ঞ চালায়। পাশাপাশি নিরীহ গ্রামবাসীর ঘরবাড়িতে তারা আগুন জ্বালিয়ে দেয়। সেখানে হানাদারের বুলেটে শহীদ হন বালিয়াডাঙ্গা গ্রামের নারীসহ স্বাধীনতাকামী ২৪ জন মানুষ। তাঁরা হলেন, জিন্দার আলী মৃধা, নায়েব আলী বেপারি, মতিয়ার বেগম, জয়নদ্দিন ফকির, কদর আলী মোল্লা, হামেদ আলী শেখ, কানাই শেখ, ফুলবুরু বেগম, মোলায়েম সরদার, বুরুজান বিবি, কবি তোফাজ্জল হোসেন, আমজাদ হোসেন, মাধব বৈরাগী, আহাম্মদ আলী মন্ডল, খোদেজা বেগম, করিম মোল্লা, আমোদ আলী শেখ, কুরান শেখ, মোকসেদ আলী শেখ, নিশিকান্ত রায়, মাছেম শেখ, ধলাবুরু বেগম, আলেয়া খাতুন ও বাহেজ পাগলা। বালিয়াডাঙ্গা গ্রামে গণহত্যা শেষে ওইদিন দুপুরে পাকবাহিনীর ওই দল গোয়ালন্দ স্টিমারঘাট, ফেরিঘাটসহ গোয়ালন্দ বাজার আক্রমন করে।

স্থানীয় রাজাকারদের সহায়তায় বাজারের কয়েকশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠনে লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এছাড়া একই সাথে উজানচর বাহাদুপুর গ্রামের কালুর মোড় এলাকায় পাক বাহিনীর সাথে মুক্তিকামী মানুষ ও মুক্তিযোদ্ধাদের মধ্যে সম্মুখযুদ্ধ হয়। সম্মুখ ও প্রতিরোধ যুদ্ধে শহীদ হন ফকীর মহিউদ্দিন আনসার কমান্ডার সহ কয়েকজন। সেই থেকে ২১ এপ্রিল গোয়ালন্দ গণহত্যা দিবস পালিত হয়ে আসছে। তবে করোনার কারণে এ দুটি স্থানে এবছর জাতীয় পতাকা উত্তোলন ছাড়া তেমন কোন অনুষ্ঠান হয়নি।

শহীদ সন্তান ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলজার হোসেন মৃধা বলেন, ‘বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মিত চব্বিশ শহীদের নামফলক ছাড়া গোয়ালন্দে গণহত্যার আর কোন স্মৃতিচিহ্ন নেই। প্রতি বছর ২১ এপ্রিল শহীদ পরিবারের পক্ষ থেকে ওই নামফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাই। পাশাপাশি আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে থাকি। কিন্তু করোনা মহামারির কারণে গত বছররের ন্যায় এবারও আমরা দিবসটি পালনে কোন কর্মসূচি গ্রহণ করিনি।’

বাহাদুরপুর কালুরমোড় সম্মুখযুদ্ধ ও প্রতিরোধ যুদ্ধ স্থানে নির্মিত মুক্তিযুদ্ধের ভাষ্কর্য স্থানে সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা পরিষদের স্থানীয় সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্লা, প্রকৌশলী ফকীর আব্দুল মান্নান প্রমূখ।

নির্মিত ভাষ্কর্য নির্মাণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রকৌশলী জুয়েল বাহাদুর বলেন, করোনার কারণে আমরা এবছর কোন কর্মসূচি হাতে নেইনি। শুধুমাত্র জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি পালন করেছি। করোনা পরিস্থিতি ভাল হলে আগামী বছর যথারীতি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর