• ঢাকা
  • সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২১
সর্বশেষ আপডেট : ১৪ এপ্রিল, ২০২১

গোয়ালন্দে এসিল্যান্ডের হস্তক্ষেপে স্কুলছাত্রীর বাল্য বিয়ে বন্ধ

অনলাইন ডেস্ক

ষ্টাফ রিপোর্টার, গোয়াালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম নবম শ্রেনীর এক স্কুল ছাত্রীর বিয়ে বন্ধ করে দিয়েছেন। বাল্যবিবাহের অভিযোগ পেয়ে তিনি মঙ্গলবার সন্ধ্যায় এ বিয়ে বন্ধ করেন। তবে ছাত্রীর পরিবারের দাবি, ইভটিজিং থেকে রক্ষা পেতে তাকে বিয়ে দেওয়া হচ্ছিল।

সংশ্লিস্ট সূত্র জানায়, মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকেলে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর দৌলতদিয়া সোনা উল্লাহ ফকীর পাড়ায় নবম শ্রেণীর ওই স্কুল ছাত্রীর বাড়িতে এ বিয়ের আয়োজন করা হয়। বিষয়টি জানার পর স্থানীয় শিশু সংসদ এর সদস্যরা জানতে পেরে উপজেলা প্রশাসনকে অবগত করেন।

স্কুল ছাত্রীর পারিবারিক জানায়, গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের গোপালবাড়ী গ্রামের রবিউল ইসলামের ছেলের সাথে অপ্রাপ্ত বয়স্ক ওই স্কুল ছাত্রীর বিয়ে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। সে স্থানীয় দৌলতদিয়া মডেল হাইস্কুলের শিক্ষার্থী।

এ বিষয়ে স্কুল ছাত্রীর বাবা জানান, বেশ কিছুদিন ধরে স্থানীয় কিছু বখাটে ছেলে তার মেয়েকে উত্যক্ত করে আসছিল। সে জন্য মান ইজ্জতের ভয়ে এবং মেয়েকে রক্ষা করতে তারা এ বিয়ের সিদ্ধান্ত নেন। তবে এসিল্যান্ড স্যার সাহস দেওয়ায় ভরসা পাচ্ছি।

সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম জানান, শিশু সংসদের মাধ্যমে বাল্য বিবাহের গোপন সংবাদ পেয়ে আমি কনের বাড়ীতে উপস্থিত হই। ঘটনা নিশ্চিত হওয়ার পর ওই কনের বাবার কাছ থেকে ভবিষ্যতে বয়স পূর্ন না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দেয়ার লিখিত অঙ্গিকার নামা নেই। সেই সাথে ভবিষ্যতে ওই ছাত্রীকে কেউ উত্যক্ত করলে কঠোর আইনগত ব্যাবস্থা নেওয়া হবে বলে তার পরিবারকে আশ্বস্ত করেছি।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর