• ঢাকা
  • সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২১
সর্বশেষ আপডেট : ৭ এপ্রিল, ২০২১

দৌলতদিয়া পদ্মার এক কাতলের দাম ৪০হাজার ৪০০ টাকা

অনলাইন ডেস্ক

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫ নং ফেরি ঘাটের অদুরে পদ্মা নদীতে সাড়ে ২৪ কেজি ওজনের একটি বড় আকৃতির কাতল মাছ ধরা পড়েছে। বুধবার (৭ এপ্রিল) ভোররাতে মোশারফ হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি ১৬৫০ টাকা কেজি দরে মোট ৪০ হাজার টাকায় বিক্রি হয়।

স্থানীয়রা জানান, মাছটি জেলেদের জালে ধরা পড়ার পর সকালেই দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে বাজারের আড়তে বিক্রির উদ্দেশ্যে আনলে ফেরি ঘাটের স্থানীয় মাছ ব্যবসায়ী শাকিল সোহান মৎস্য আড়ৎ এর মালিক শাহজাহান মিয়া ১ হাজার ৬৫০টাকা কেজি দরে নিলাম থেকে মাছটি ক্রয় করেন। এ সময় মাছটি এক নজর দেখতে স্থানীয় জনতা ভীড় করেন।

মাছ ব্যবসায়ী শাহজাহান মিয়া জানান, ওই কাতল মাছটি আমি ১ হাজার ৬৫০টাকা কেজি দরে মোট ৪০ হাজার ৪০০ টাকায় ক্রয় করি। এখন মাছটি  ১,১৫০ থেকে ১২০০ টাকা কেজি দরে বিক্রি করার জন্য বড় বড় ব্যাবসায়ীদের সাথে মুঠোফোনে যোগাযোগ করছি। অনেক দিন হল বড় মাছ পাইনা, আজকে এ মাছটি পেয়ে ভালই লাগছে।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, এখন পদ্মা নদীতে ইলিশ মাছের আকাল থাকলেও বড় বড় বাগাইড়, বোয়াল, কাতল, রুই, পাঙ্গাস সহ নানান  মাছ পাওয়া যাচ্ছে। তবে মিঠা পানির সুস্বাদু এত বড় মাছ নদীতে এখন খুব একটা দেখা যায় না। এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, দশন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর