Rajbarimail.com
ঢাকা, মঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. আজকের রাজবাড়ী
  3. কৃষি ও অর্থনীতি

গোয়ালন্দে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে নৌর‌্যালী অনুষ্ঠিত

রাজবাড়ী মেইল ডেস্ক
২৮ জুলাই ২০২৫, ১১:০২ অপরাহ্ণ

Link Copied!

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে রোববার জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাটকা ইলিশ উন্নয়ন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে এ উপলক্ষে দৌলতদিয়ার ১ নম্বর ফেরিঘাট সড়কে আলোচনা সভা ও পদ্মা নদীতে নৌর‌্যালী অনুষ্ঠিত হয়।

“মুজিব বর্ষে শপথ নেবো, জাটকা নয় ইলিশ খাবো” এই শ্লোগানকে সামনে রেখে উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, দৌলতদিয়া ঘাট বাজার ও ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. মোহন মন্ডল, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের স্থানীয় সংরক্ষিত আসনের মহিলা সদস্য, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয়, পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহম্মেদ সজল, সাধারণ সম্পাদক আকাশ সাহা প্রমূখ।

সভা শেষে পদ্মা নদীতে দৌলতদিয়া ফেরি ঘাট থেকে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের অন্তারমোড় পর্যন্ত নৌ র‌্যালী অনুষ্ঠিত হয়। এসময় সচেতনতামূলক বিভিন্ন ধরনের গান পরিবেশন করা হয়। জাটকা ইলিশ সরংক্ষণের জন্য ৪ এপ্রিল থেকে আগামী ১০ এপ্রিল পর্যন্ত জেলে সহ স্থানীয়দের মাঝে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

মন্তব্য করুন
আরও পড়ুন