Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৭ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী

দৌলতদিয়ায় অগ্নিকান্ডে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে কোটি টাকার ক্ষতিগ্রস্ত

রাজবাড়ী মেইল ডেস্ক
১ এপ্রিল ২০২১, ৬:২৬ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট মেদেনীপুরি খানকাপাক শরীফ সংলগ্ন খাবার হোটেল, পান-সিগারেটের দোকান সহ ৮টি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ডে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সোয়া দুইটার দিকে অগ্নিকান্ড ঘটে। গোয়ালন্দ ও রাজবাড়ী ফায়ার সার্ভিস যৌথভাবে চেষ্টা চালিয়ে আগুন নেভায়। এতে প্রায় কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ব্যবসায়ীদের পক্ষ থেকে দাবী করা হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার দুপুর সোয়া দুইটার দিকে স্থানীয় মেদেনীপুরি খানকাপাক গেট সংলগ্ন এক লাইনে থাকা বেশ কয়েকটি খাবারের হোটেল, বিরানী হাউস, পান-সিগারেটের দোকান সহ অন্যান্য দোকান-পাট রয়েছে। লাইনে থাকা নৈমদ্দিন খার ব্যাটারী তৈরী ও বিক্রির দোকান থেকে হঠাৎ করে আগুন জ্বলতে দেখে সবাই এগিয়ে যায়। ওই দোকানে লন্ড্রি কাপড়রের ধোয়া ও আইরন করার কাজও করা হয়। মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে আশপাশের দোকানেও লেগে যায়। এ সময় পাশে থাকা দৌলতদিয়া বিরানী হাউস সহ স্থানীয় আব্দুর রাজ্জাকের পান-সিগারেটের দোকান, দেলোয়ার সরদারের খাবার হোটেল, সাদেক আলীর চায়ের দোকান, কেরামত বেপারীর খাবার হোটেল ও পান-সিগারেটের দোকান, সালাম সরদারের ডেকোরেটর এর দোকান, সবুজ শেখ এর বিরানীর দোকান, আবুল হোসেন এর গাড়ি মেরামতের গ্যারেজ পুড়ে ভষ্মিভূত হয়। এছাড়া আগুন থেকে রক্ষা পেতে পাশের আক্কেল বেপারীর দোকান, আরশাদ মোল্লার বাড়ি, আমজাদ মুসল্লীর দোকান ভেঙ্গে ফেলায় ক্ষতিগ্রস্ত হয়।

ক্ষতিগ্রস্ত সবুজ শেখ ও আরশাদ মোল্লা বলেন, সবার ধারনা নৈমদ্দিন খার ব্যাটারী তৈরী ও বিক্রির দোকান থেকে প্রথম আগুন দেখতে পায় অনেকে। আগুন দেখে স্থানীয়রা সবাই নেভানোর চেষ্টা করে। সাথে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ষ্টেশনকে খবর দেওয়া হলে তারা দ্রুত এসে আগুন নেভানোর কাজ শুরু করে। নিয়ন্ত্রণে না আসায় রাজবাড়ী ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে দুটি প্রতিষ্ঠান একত্রে মিলে আগুন নেভায়। এতে প্রাথমিকভাবে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ইনচার্জ ষ্টেশন মাষ্টার মাহফুজ রহমান বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ৮টি খাবার হোটেল সহ অন্যান্য দোকান পুড়ে গেছে। নৈমদ্দিন খার দোকান থেকে প্রথম আগুন দেখা যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা

রাজবাড়ীর দুর্গম কুশাহাটায় আগুনে নিঃস্ব পরিবারের পাশে আমেরিকা প্রবাসী শিক্ষার্থী

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষককে লাঞ্ছিত, কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা

বৈষম্যবিরোধী মামলায় গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র কারাগারে

দৌলতদিয়ার কুশাহাটায় আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে উপজেলা প্রশাসন

রাজবাড়ীতে মামলায় জিতে অবশেষে ইউপি সদস্য পদ ফিরে পেলেন বিএনপি নেতা

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ

পাংশায় ছয় বাড়িতে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর, কলা বাগান ধ্বংস

ইজরায়েলি হামলার প্রতিবাদে গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন ও মশাল মিছিল

পাংশায় ওসি ও এসআইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ীতে সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে কারাগারে প্রেরণ

গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে পাংশা থানার ওসি, এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা