স্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ “বাংলাদেশের এক অনন্য অর্জন”- এ শ্লোগানকে সামনে রেখে স্বল্পোন্নত দেশে থেকে উন্নয়নশীল দেশের উত্তোরণ উপলক্ষে রাজবাড়ীতে “উন্নয়ন বিষয়ক কুইজ ও উপস্থিত বক্তৃতা” প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে রাজবাড়ীর অফিসার্স ক্লাবে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার হারুন অর রশিদ, বিপুল সিকদার ও শিবরাজ চৌধুরী।
এতে জেলার ৫টি উপজেলার ৫টি গ্রুপ থেকে ৭২ জন প্রতিযোগি ওই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। সন্ধ্যায় উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হবে।