Rajbarimail.com
ঢাকা, রবিবার , ১৭ অগাস্ট ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি
  6. আলোচিত খবর

রাজবাড়ীর পাংশা উপজেলার সাবেক চেয়ারম্যানসহ আ.লীগের সাত নেতা গ্রেপ্তার

রাজবাড়ী মেইল ডেস্ক
১৪ আগস্ট ২০২৫, ১১:৩৫ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়োকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ। গতকাল বুধবার রাতে রাজবাড়ী উপজেলা শহরের বড়পুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ২৪ ঘন্টায় আ.লীগের আরও ছয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শরীফ আল রাজীব।

রাজবাড়ী জেলা পুলিশ জানায়, খন্দকার সাইফুল ইসলাম বুড়ো পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। চলতি বছর ফেব্রুয়ারি মাসে পাংশা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। খন্দকার সাইফুল ইসলাম ওই মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। পাংশা মডেল থানার রিকুইজিশনের ভিত্তিতে গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে বুধবার রাত সোয়া ৮টার দিকে রাজবাড়ী সদর থানা পুলিশ শহরের বড়পুল এলাকা থেকে গ্রেপ্তার করে। এছাড়া গত বছর ৫ আগষ্টের পর থেকে সাইফুল ইসলাম বুড়ো আত্মগোপনে ছিলেন।

জানা গেছে, খন্দকার সাইফুল ইসলাম বুড়ো পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) একাধিকবার নির্বাচিত প্রভাবশালী চেয়ারম্যান ছিলেন। তিনি রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক রেলমন্ত্রী প্রভাবশালী আওয়ামী লীগ নেতা জিল্লুল হাকিমের আস্থাভাজন হিসেবে পরিচিত।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বুধবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, নিরাপত্তার স্বার্থে বর্তমানে সাইফুল ইসলাম বুড়োকে রাজবাড়ী সদর থানা হেফাজতে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে বৃহস্পতিবার রাজবাড়ী আদালতে পাঠানো হবে। বর্তমানে সে ধরনের কার্যক্রমের প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, রাজবাড়ী জেলা পুলিশের পাশাপাশি সকল থানার পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অভিযানের অংশ হিসেবে ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল বাতেন (৩৮), গোয়ালন্দ উপজেলা যুবলীগের সহসভাপতি আসমাউল রেজা সজিব (৩৫), বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান খান (৫০), দৌলতদিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য সচিব নুরুল ইসলাম মোল্লা (৫৭), দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মাজেদ ম-ল (৫০), দৌলতদিয়া ইউনিয়ন কৃষকলীগের সদস্য সচিব মমিনুল ইসলাম (৩৫) তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। ওইসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকেও আদালতে সোপর্দ করা হচ্ছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

সাংবাদিক আসাদুজ্জামান হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

গোয়ালন্দে শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ

রাজবাড়ীতে গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির দুই গ্রুপের পৃথক বিজয় মিছিল 

গোয়ালন্দে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সরকারি বৃত্তি পরিক্ষা ঠেকাতে মানববন্ধন

রাজবাড়ীতে চাঁদাবাজি মামলায় পোড়া পলাশ গ্রেপ্তার

কালুখালীতে রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের ২৭ শিক্ষার্থী পবিস প্রশিক্ষণে

রাজবাড়ীর প্রসিদ্ধ দুই মিষ্টির দোকানে দুই লাখ টাকা জরিমানা

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গোয়ালন্দে বিএনপি’র বিজয় র‍্যালী

আগামী ফেব্রুয়ারীতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে – যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক

রাজবাড়ীতে ছাত্র-জনতার অভ্যুত্থানের বর্ষপূর্ত উপলক্ষে সাংষ্কৃতিক সন্ধ্যা

বালিয়াকান্দিতে সাব রেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ, মানববন্ধন

রাজবাড়ীতে পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ১২ হাজার টাকা