হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে ইরাক প্রবাসী সবুজ সরদারের স্ত্রী লিপি আক্তারকে (২৫) শ্বাসরোধ (বালিশ চাপা) করে হত্যা করা হয়েছে। পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকা-ে জড়িত দুইজনকে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মুন্সিপাড়ার জলিল মোল্লার ছেলে সাইফুল মোল্লা (২৮) ও উপজেলার উত্তর দৌলতদিয়ার আঙ্গুরী বেগম।
গ্রেপ্তারকৃতদের মধ্যে সাইফুল মোল্লাকে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মুন্সীবাজার থেকে স্থানীয় লোকজনের সহায়তায় গ্রেপ্তার করে। অপর আসামি আঙ্গুরী বেগমকে আজ বুধবার ভোররাত সোয়া চারটার দিকে উত্তর দৌলতদিয়া সাহাজুদ্দিন বেপারী পাড়ার এক বাড়ি থেকে পলাতক থাকা অবস্থায় গ্রেপ্তার করে।
এর আগে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ গত শনিবার (৯ আগষ্ট) উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর বালিয়াকান্দি এলাকার নিজ বাড়ির ঘর থেকে ইরাক প্রবাসী সবুজ সরদারের স্ত্রী লিপি আক্তারের লাশ উদ্ধার করে। এ ঘটনার পর থেকে বিষয়টি এলাকায় আলোড়ন সৃষ্টি করে। প্রাথমিকভাবে পরিবারের লোকজন আত্মহত্যা বললেও নিহতের পরিবার হত্যা বলে দাবি করে। বিষয়টি গুরুত্বসহকারে পুলিশ তদন্তে নেমে রহস্য উদঘাটন করতে সক্ষম হয়। এবং তুচ্ছ বিষয় নিয়ে বিরোধের জেরে গৃহবধুকে একাধিক নারী ও পুুরুষ মিলে হত্যা করার আলামত পাওয়া যায়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, ইরাক প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধারের সময় বিষয়টি রহস্যজনক মনে হয়। এরপর থেকে পুলিশ গুরুত্বসহকারে তদন্তে নেমে প্রবাসীর স্ত্রী গৃহবধু লিপি আক্তারকে একাধিক নারী ও পুরুষ মিলে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যার প্রমাণ মেলে। পরবর্তীতে হত্যার রহস্য পাওয়ায় তথ্য প্রযুুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে এবং আজ বুধবার ভোররাতের দিকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।