Rajbarimail.com
ঢাকা, রবিবার , ১৮ মে ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. আলোচিত খবর

রাজবাড়ীতে মোটরপাম্প চুরির অভিযোগে তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৪

রাজবাড়ী মেইল ডেস্ক
১৮ মে ২০২৫, ৭:৫৭ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুরে পানির মোটরপাম্প চুরির অভিযোগে শাহিন শেখ ওরফে রুপল শেখ (২৭) নামে এক তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর মধ্যপাড়া গ্রামের জিন্নাহ শেখের ছেলে। শুক্রবার বিকেলে তাকে চুরির অভিযোগে মারধর করলে গুরুতর জখম অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে দশটার দিকে সে মারা যায়।

রাজবাড়ী সদর থানা পুলিশ শুক্রবার মধ্যরাতেই সদর হাসপাতাল থেকে নিহত তরুণের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে আজ শনিবার সকালে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এজাহারভুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে।
গ্

রেপ্তারকৃতরা হলো সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর মধ্যপাড়া গ্রামের জহির উদ্দিন বিশ্বাস (৬৫), মৈজদ্দিন বিশ্বাস (৫৫), ফরহাদ বিশ্বাস (৪৫) ও মুন্নু মোল্লা (৫০)। এ ঘটনায় নিহতের মামা কালাম মোল্লা বাদী হয়ে আজ শনিবার ভোরে এজাহারভুক্ত ১০জন এবং অজ্ঞাত আরো ৮জনকে আসামি করে রাজবাড়ী সদর থানায় মামলা (নং-২৯) দায়ের করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েকদিন আগে রাজাপুর মধ্যপাড়া গ্রামের শামসুদ্দিন ওরফে শাম বিশ্বাসের বাড়ির পানির মোটরপাম্প চুরি হয়। এতে শাহিন ওরফে রুপল শেখকে নিয়ে সন্দেহ করে। গতকাল শুক্রবার (১৬ মে) সন্ধ্যার দিকে সালিশের কথা বলে শাহিন শেখ ওরফে রুপলকে তার বাড়িতে ডেকে নিয়ে আটকে রাখে। এসময় জহির উদ্দিন বিশ্বাস ও শামসুদ্দিন বিশ্বাসের হুকুমে এজাহারভুক্ত আসামিরা শাহিন ওরফে রুপলকে বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে মারধর করে।

শাহিনের মামা কালাম মোল্লা বলেন, এলোপাথারী মারধরের কারনে শাহিন ওরফে রুপলের হাত, পাসহ শরীরের বিভিন্ন স্থান ফাটা ও কাটা রক্তাত্ব জখম হয়। অতিরিক্ত মারপিটের কারনে শাহিন ওরফে রুপলের নিথর দেহ মাটিতে পড়ে গেলে সবাই তাকে ফেলে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে দশটার দিকে শাহিন ওরফে রুপল মারা যায়। খবর পেয়ে সদর থানা পুলিশ শুক্রবার রাত পৌনে এগারটার দিকে সদর হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল কার্যক্রম সম্পন্ন করে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, শামসুদ্দিন ওরফে শাম বিশ্বাসের বাড়ির পানির মোটরপাম্প চুরি হওয়ায় নিহত শাহিন ওরফে রুপলকে সন্দেহ করে। এই অর্ভিযোগে তার বাড়ি ডেকে নিয়ে মারধর করে। শুক্রবার রাত এগারটার দিকে সদর হাসপাতালে লাশের সুরতহাল কার্যক্রম শেষ করে শনিবার সকালে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাতেই এজাহারভুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

 ভিক্টর ভিলেজের বিরুদ্ধে পরিবেশ দূষণ ও কৃষি জমি দখলের অভিযোগ, দুই লাখ টাকা জরিমানা

রাজবাড়ীতে বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠিত

গোয়ালন্দে ৪৫০পিস ইয়াবাবড়িসহ যুবক গ্রেপ্তার

রাজবাড়ীতে শিক্ষকদের সাথে বিএনপি নেতা আসলাম মিয়ার মতবিনিময় সভা

গোয়ালন্দে কৃষক-কৃষাণীদের নিয়ে অনুষ্ঠিত হলো “পার্টনার কংগ্রেস”

কালুখালীতে আগুনে তিন দোকান পুড়ে ছাই, আড়াই কোটি টাকার ক্ষতি দাবি ব্যবসায়ীদের

বিয়ে বাড়িতে পুলিশ নিয়ে হাজির ইউএনও, বন্ধ হলো কিশোরীর বাল্যবিবাহ

রাজবাড়ী কারাগারে আ’লীগ-যুবলীগের তিন নেতা

রাজবাড়ীতে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় আ.লীগ নেতা ও ইউপি সদস্য গ্রেপ্তার

গোয়ালন্দে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

রাজবাড়ীতে আগুনে পুড়ে গেছে খানগঞ্জ ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার