Rajbarimail.com
ঢাকা, রবিবার , ১১ মে ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি

রাজবাড়ীতে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় আ.লীগ নেতা ও ইউপি সদস্য গ্রেপ্তার

রাজবাড়ী মেইল ডেস্ক
১০ মে ২০২৫, ১০:৪২ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ মোহাম্মদ আলী মোল্লাকে (৫২) শনিবার ভোরে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে গ্রেপ্তার করেছে। তাঁকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় ৫ আগষ্ট শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সদর থানায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

মোহাম্মদ আলী মোল্লা গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আ.লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। তিনি গোয়ালন্দ উপজেলার বাহির চর দৌলতদিয়া ছাত্তার মেম্বার পাড়ার মৃত আব্দুল মোল্লার ছেলে।

এর আগে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জামাল মোল্লাকে (৪৮) গোয়ালন্দ ঘাট থানা পুলিশ শুক্রবার গ্রেপ্তার করে। তাঁকেও গোয়ালন্দ মোড় এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সদর থানায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। জামাল মোল্লা চর দৌলতদিয়া ইসহাক মোল্লার ছেলে।

মামলার বাদী রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের বাসিন্দা রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থী জিসান খান। ২ সেপ্টেম্বর রাজবাড়ী সদর থানায় তিনি বাদী হয়ে মামলা(নং-১) করেন। মামলায় গোয়ালন্দ মোড় শহীদ ওহাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুন্নবী, জেলা ছাত্রলীগের সভাপতি শাহিন শেখ সহ মোট ১৪জনকে এজাহারভুক্ত আসামি করা হয়। এছাড়া অজ্ঞাত আরো ৬০ জনকে আসামি করা হয়।

মামলায় বলা হয়, গত ৫ আগষ্ট সকাল থেকে সারাদেশের ন্যায় সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে। দুপুর বারোটার পর থেকে আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ করে তাঁদের দাবি আদায়ের জন্য বিক্ষোভ করতে থাকেন। এ সময় মামলার আসামিরা আন্দোলকারীদের ওপর অতর্কিতভাবে হামলা চালায় ও গুলিবর্ষণ করে। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এ ঘটনায় শিক্ষার্থী জিসান খান বাদী হয়ে ২ সেপ্টেম্বর রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, গোয়ালন্দ মোড় এলাকায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, ইউনিয়ন আ.লীগের সহসভাপতি জামাল মোল্লাকে গ্রেপ্তার করে রাজবাড়ী পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) এনায়েত হোসেন বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে মোহাম্মদ আলী মোল্লাকে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। আর জামাল মোল্লাকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীর ডা. রতন ক্লিনিকে অস্ত্রপচার বন্ধের নির্দেশ স্বাস্থ্য বিভাগের

রাজবাড়ীতে খাদ্যেপণ্যে নিষিদ্ধদ্রব্য মিশ্রণের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা

গোয়ালন্দে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় কৃষকলীগ নেতা, ইউপি সদস্য গ্রেপ্তার

রাজবাড়ীতে মালয়েশিয়া প্রবাসী হত্যার ঘটনায় পাবনা থেকে দুই আসামি গ্রেপ্তার

রাজবাড়ীতে চরমপন্থী নেতা সুশিল হত্যায় গ্রেপ্তার; “দিনে জেলে সেজে নদীতে মাছ শিকার, রাত হলেই ভয়ঙ্কর খুনি”

পাংশায় যুবদলকর্মীকে কুপিয়ে হত্যার একদিন পর থানায় মামলা

এবার পদ্মা ও যমুনার মোহনার দুই কাতল বিক্রি হলো প্রায় লাখ টাকায়

রাজবাড়ীতে মাদক ও অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৬

গোয়ালন্দে যৌনপল্লি থেকে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার

পাংশায় যুবদল কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা, জিজ্ঞাসাবাদের জন্য একজন আটক

দৌলতদিয়ায় পদ্মা নদীর ২৮ কেজির কাতল বিক্রি হলো অর্ধ লক্ষাধিক টাকায়

রাজবাড়ীতে দুই স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার