নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী শহরের বড়পুল সজ্জনকান্দায় অবস্থিত রতন ক্লিনিকে সাময়িকভাবে অস্ত্রপচার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা স্বাস্থ্য সেবা বিভাগের তিন সদস্যের তদন্ত কমিটির জমা দেয়া প্রতিবেদনের ভিত্তিতে সিভিল সার্জন স্বাক্ষরিত নোটিশে এই নির্দেশনা জানানো হয়। এর আগে ২৩ এপ্রিল শাহানা খাতুন নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগে ২৭ এপ্রিল তদন্ত কমিটি গঠন করে সিভিল সার্জনের কার্যালয়ের স্বাস্থ্য বিভাগ।
নোটিশে বলা হয়, সিভিল সার্জনের কার্যালয় থেকে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন এবং বর্তমান সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ পূর্বক ডা. রতন ক্লিনিকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অপারেশন কার্যক্রম সাময়িক বন্ধ রাখার জন্য বলা হলো। অপারেশন কার্যক্রম বিষয়ে পরবর্তীতে বেসরকারি হাসপাতাল/ ক্লিনিক/প্যাথলজিক্যাল ল্যাবরেটরি পরিদর্শন কমিটির সুষ্পষ্ট মতামত ও পরিদর্শন প্রতিবেদন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। নোটিশের অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক সমূহের পরিচালক, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ঢাকা বিভাগ, রাজবাড়ী জেলা প্রশাসক, বালিয়াকান্দি ও গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে পাঠানো হয়।
রাজবাড়ী সিভিল সার্জন এসএম মাসুদ বলেন, ২৩ এপ্রিল রাতে রতন ক্লিনিকে প্রসূতি শাহানা খাতুনের সিজার শেষে অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর মৃত্যু হয়। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়। জেলা স্বাস্থ্য বিভাগ ২৭ এপ্রিল বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (গাইনি অ্যান্ড অবস) রতœা পোদ্দারকে আহ্বায়ক, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (এনেসথেসিয়া) প্রদীপ কান্তি পাল ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার সোহেল শেখকে সদস্য করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটি প্রতিবেদনে ক্লিনিকে নোংরা পরিবেশ, অনুন্নত অপারেশন থিয়েটারসহ অনেক বিষয় তুলে ধরা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অপারেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ সম্বলিত নোটিশ মঙ্গলবার (৬ মে) বিকেলে ক্লিনিকে টানিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২৩ এপ্রিল রাত ৯টার দিকে প্রসূতি শাহানা খাতুনের সিজার করেন ক্লিনিক মালিক ডা. রইসুল ইসলাম রতনসহ তিনজন। সিজারের পর রোগীর অবস্থা সঙ্কটাপন্ন হলে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রাত সাড়ে দশটার দিকে ফরিদপুর নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর জন্য স্বামী ফারুক মন্ডল চিকিৎসকদের অবহেলা এবং ভুল চিকিৎসা বলে দায়ী করেন।
নিহত শাহানা রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউপির বেথুলিয়া মুন্সিপাড়ার খালেক সরদারের মেয়ে। পাবনার আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের খদ্দেরকান্দি গ্রামের ফারুক মন্ডলের স্ত্রী। বৃহস্পতিবার বিকেলে শাহানা খাতুনের লাশ স্বামীর বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে।
ক্লিনিকের অন্যতম পরিচালক ও হাসপাতালের দায়িত্বরত ব্যবস্থাপক আমজাদ হোসেন নোটিশ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, মঙ্গলবার বিকেলে সিভিল সার্জনের কার্যালয় থেকে অপারেশন কার্যক্রম বন্ধের নোটি পেয়েছি। তবে এই নোটিশ পাওয়ার আগে ঘটনার পর থেকেই আমরা সকল অপারেশন কার্যক্রম বন্ধ রেখেছি বলে দাবী করেন।
২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি আম্বিয়া আক্তার বীনা নামের এক সিজারিয়ান রোগীর মৃত্যু হয়। এটিও সিজার করেছিলেন ক্লিনিক মালিক নিজেই। ২০২২ সালের ৮ জুলাই সদর উপজেলার মিজানপুর কালিনগর গ্রামের ফিরোজ কাজী নামের একজনের টনসিল অপরাশেনের পর মৃত্যু হয়। পরদিন ৯ জুলাই স্ত্রী মর্জিনা বেগম বাদী হয়ে ক্লিনিক মালিক রইসুল ইসলাম রতনসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। এসব ঘটনায় একাধিকবার ক্লিনিকে হামলা এবং ভাঙচুর ঘটে।