Rajbarimail.com
ঢাকা, মঙ্গলবার , ১৫ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ

রাজবাড়ীতে নবাগত জেলা প্রশাসকের সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা

রাজবাড়ী মেইল ডেস্ক
২১ জানুয়ারি ২০২৫, ৯:০১ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে সদ্য যোগদানকারী নবাগত জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার সোমবার রাজবাড়ী জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভা সোমবার বেলা সাড়ে ১১টা শুরু হয়ে দুপুরে শেষ হয়।

রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) ও সহকারী কমিশনার নাহিদ আহমেদ এর সঞ্চালনায় রাজবাড়ী জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নবাগত জেলা প্রশাসক মিজ সুলাতানা আক্তার ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল হাসান, সহ জেলার বিভিন্ন পর্যায়ে সাংবাদিকবৃন্দ। এসময় সাংবাদিকরা রাজবাড়ী জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং অনিয়ম প্রতিরোধে করনীয় নিয়ে নবাগত জেলা প্রশাসকের ভূমিকা এবং সার্বিক সহযোগিতা কামনা করেন।

সভায় সদ্য যোগদানকারী জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার বলেন, গত সোমবার (১৩ জানুয়ারী) দায়িত্ব নেওয়ার পরই প্রাথমিকভাবে জেলা প্রশাসনের অসম্পন্ন কাজ ঘুরে দেখেছি। বিশেষ করে শহরের গুদারবাজার এলাকার জেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত কাজ দেখতে গিয়েছে। এছাড়া শহরের বিভিন্ন সমস্যা দূরি করণ, হাসপাতালের অনিয়ম প্রতিরোধ করাসহ সকল ধরনের কাজ সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি বিগত দিনে বাণিজ্য মন্ত্রণালয়সহ যেসব স্থানে দায়িত্ব পালন করেছেন সেখানে সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন বলে অবগত করেন।

রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে জনবল স্বল্পতার কথা তুলে ধরে ডিসি বলেন, চারজন অতিরিক্ত জেলা প্রশাসকের (এডিসি) পরিবর্তে মাত্র একজন এডিসি কর্মরত রয়েছেন। তারপরও একজন এডিসি দিয়েই তিনি জরুরি সকল ধরনের কাজ সম্পন্নের চেষ্টা করছেন। সরকার নির্ধারিত সকল কর্মকা- স্বচ্ছতা, জবাবদিহিতা সহ সততার সাথে সম্পন্ন করার চেষ্টা করছেন। এজন্য তিনি প্রতিদিন সকাল থেকে গভীররাত পর্যন্ত কাজ করে যাচ্ছেন। আর কোন কার্যালয়ে অনিয়ম বা দূর্নীতির কোন অভিযোগ থাকলে তথ্য, প্রমানাদিসহ উপস্থাপন করলে সেসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা

রাজবাড়ীর দুর্গম কুশাহাটায় আগুনে নিঃস্ব পরিবারের পাশে আমেরিকা প্রবাসী শিক্ষার্থী

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষককে লাঞ্ছিত, কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা

বৈষম্যবিরোধী মামলায় গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র কারাগারে

দৌলতদিয়ার কুশাহাটায় আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে উপজেলা প্রশাসন

রাজবাড়ীতে মামলায় জিতে অবশেষে ইউপি সদস্য পদ ফিরে পেলেন বিএনপি নেতা

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ

পাংশায় ছয় বাড়িতে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর, কলা বাগান ধ্বংস

ইজরায়েলি হামলার প্রতিবাদে গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন ও মশাল মিছিল

পাংশায় ওসি ও এসআইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ীতে সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে কারাগারে প্রেরণ

গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে পাংশা থানার ওসি, এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা