০৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ; বিদায় সংবর্ধনায় নতুন-পুরাতনের মিলন মেলা

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ ১৯৮৬ সালের ২৮ জুলাই ঢাকা-খুলনা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন রাজবাড়ীর গোয়ালন্দের জুড়ান মোল্যার পাড়ার তরুণ কামরুল ইসলাম। সহপাঠী বন্ধুদের উদ্যোগে তাঁর স্মরণে ১৯৮৬ সালের ২১ অক্টোবর স্থানীয়ভাবে নির্মিত হয় গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ। ২০১৮ সালের ৮ আগষ্ট কলেজটি জাতীয় করণ হয়। ২০২৩ সালের ৮ আগষ্ট অধ্যক্ষ হিসেবে যোগদান করেন প্রফেসর মো. আইয়ুব আলী সরদার।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) ছিল সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অবসর জনতি পাঁচ শিক্ষক ও এক কর্মচারীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিদায়ী পাঁচ শিক্ষক উপাধ্যক্ষ মো. আব্দুল হালিম তালুকদার, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক পুতুল রানী দাশ, ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. আবু তালেব, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. মোহসীন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আব্দুল আউয়াল এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী মো. লোকমান হোসেন।

উপস্থিত ছিলেন অবসরে যাওয়া সকল শিক্ষক ও তাদের পরিবার। এ উপলক্ষে আয়োজন করে আলোচনা সভা, বিদায়ী শিক্ষকদের সম্মাননা প্রদান এবং প্রীতিভোজ অনুষ্ঠানের। অনুষ্ঠানটি নুতন-পুরতানদের মিলন মেলায় পরিণত হয়। সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফের মো. আইয়ুব আলী সরদার। কলেজ প্রতিষ্ঠার পর প্রথমবার এ ধরনের অনুষ্ঠান হওয়ায় অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়েন। দীর্ঘদিন পর প্রিয় প্রতিষ্ঠানে একত্রিত হতে পেরে একে অপরকে জড়িয়ে ধরে কুশলাদি বিনিময় করেন।

সকাল ১০টায় অনুষ্ঠানের শুরুতে বিদায়ী শিক্ষকদের ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়। এরপর তাঁদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট, মানপত্র আর উপহার সামগ্রী। পরিবারের সদস্যদের হাতেও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। আমন্ত্রিত অতিথি এবং অবসরে যাওয়া সাবেক অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের হাতে উপহার সামগ্রী তলে দেন কলেজ অধ্যক্ষ। দুপুরে একসঙ্গে প্রীতিভোজে শরীক হন সবাই।

২০০৮ সালের ২৬ জুন অবসরে যাওয়া কলেজটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খন্দকার আব্দুল মুহিত হীরা বলেন, এলাকায় থেকেও আসা হয়না। সকলকে আমন্ত্রণ জানানোয় যেন মিলন মেলায় পরিণত হয়েছে। সবাইকে একত্রে দেখে আবেগ প্রবন হয়ে পড়েছিলাম। যেখানে কাজের পুরাটা সময় ব্যয় করেছি, সেই কলেজ থেকে যাওয়ার পর এভাবে কেউ স্মরণ করেনি। একবার এখান থেকে চলে গেল তো চলেই গেল। বর্তমান অধ্যক্ষের আন্তরিকায় মুগ্ধ হয়েছি।

২০১৬ সালের ২৭ নভেম্বর অবসরে যাওয়া রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গাজী আব্দুল মান্নান বলেন, প্রায় ২৭ বছর শিক্ষকতা করেছি। অবসরে যাওয়ার পর এ ধরনের অনুষ্ঠানে প্রথম আসা। নতুন-পুরাতন মিলে দিনটি অনেক ভালো কেটেছে। সবাইকে কাছে পেয়ে অনেকটা আবেগে ছিলাম।

দর্শন বিভাগের সহকারী অধ্যাপক পুতুল রানী দাশ আপ্লুত হয়ে বলেন, মৃত্যুর পর আমার লাশটি যেন কলেজের মার্টি স্পর্শ করে। কলেজের বর্তমান অধ্যক্ষ স্যারের কাছে আমি এই অনুরোধ জানিয়েছি। যেখানে আমার জীবনের গুরুত্বপূর্ণ সময় কেটেছে, সেই কলেজের কথা ভুলি কি করে।

রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুল আউয়াল বলেন, আলোকিত মানুষ তৈরী করায় ছিল আমাদের কাজ। শিক্ষার্থীদের কতটুকো দিতে পেরেছি বলতে পারবোনা। তবে আজকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি কেন্দ্র করে পুর্নমিলনীতে পরিণত হয়।

চতুর্থ শ্রেণীর কর্মচারী লোকমান হোসেন ছিলেন কলেজ প্রতিষ্ঠাকালীন সময় থেকে। তিনি আবেগ ভরা কণ্ঠে বলেন, কলেজটির জন্য কত দিন-রাত এখানেই পার করেছে ভুলতে পারবোনা। দীর্ঘ সময় শেষে আজ কলেজ থেকে চলে যাচ্ছি কিন্তু মন পড়ে আছে এখানেই।

অধ্যক্ষ প্রফেসর মো. আইয়ুব আলী সরদার বলেন, ৭মাস আগে অধ্যক্ষ হিসেবে এখানে যোগ দেওয়ার পর একত্রে পাঁচজন শিক্ষক, এক কর্মচারী অবসরে গেলেন। পূর্বে যারা অবসরে গেছেন তাদেরকে একত্রিত করতে পেরে আমার ভালো লাগছে। বাকি যারা আছেন তাদের সহযোগিতায় আগামীতে আরো ভালো কিছু করার পরিকল্পনা রয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে পিটিয়ে জখম

সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ; বিদায় সংবর্ধনায় নতুন-পুরাতনের মিলন মেলা

পোস্ট হয়েছেঃ ০৭:০৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ ১৯৮৬ সালের ২৮ জুলাই ঢাকা-খুলনা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন রাজবাড়ীর গোয়ালন্দের জুড়ান মোল্যার পাড়ার তরুণ কামরুল ইসলাম। সহপাঠী বন্ধুদের উদ্যোগে তাঁর স্মরণে ১৯৮৬ সালের ২১ অক্টোবর স্থানীয়ভাবে নির্মিত হয় গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ। ২০১৮ সালের ৮ আগষ্ট কলেজটি জাতীয় করণ হয়। ২০২৩ সালের ৮ আগষ্ট অধ্যক্ষ হিসেবে যোগদান করেন প্রফেসর মো. আইয়ুব আলী সরদার।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) ছিল সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অবসর জনতি পাঁচ শিক্ষক ও এক কর্মচারীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিদায়ী পাঁচ শিক্ষক উপাধ্যক্ষ মো. আব্দুল হালিম তালুকদার, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক পুতুল রানী দাশ, ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. আবু তালেব, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. মোহসীন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আব্দুল আউয়াল এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী মো. লোকমান হোসেন।

উপস্থিত ছিলেন অবসরে যাওয়া সকল শিক্ষক ও তাদের পরিবার। এ উপলক্ষে আয়োজন করে আলোচনা সভা, বিদায়ী শিক্ষকদের সম্মাননা প্রদান এবং প্রীতিভোজ অনুষ্ঠানের। অনুষ্ঠানটি নুতন-পুরতানদের মিলন মেলায় পরিণত হয়। সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফের মো. আইয়ুব আলী সরদার। কলেজ প্রতিষ্ঠার পর প্রথমবার এ ধরনের অনুষ্ঠান হওয়ায় অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়েন। দীর্ঘদিন পর প্রিয় প্রতিষ্ঠানে একত্রিত হতে পেরে একে অপরকে জড়িয়ে ধরে কুশলাদি বিনিময় করেন।

সকাল ১০টায় অনুষ্ঠানের শুরুতে বিদায়ী শিক্ষকদের ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়। এরপর তাঁদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট, মানপত্র আর উপহার সামগ্রী। পরিবারের সদস্যদের হাতেও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। আমন্ত্রিত অতিথি এবং অবসরে যাওয়া সাবেক অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের হাতে উপহার সামগ্রী তলে দেন কলেজ অধ্যক্ষ। দুপুরে একসঙ্গে প্রীতিভোজে শরীক হন সবাই।

২০০৮ সালের ২৬ জুন অবসরে যাওয়া কলেজটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খন্দকার আব্দুল মুহিত হীরা বলেন, এলাকায় থেকেও আসা হয়না। সকলকে আমন্ত্রণ জানানোয় যেন মিলন মেলায় পরিণত হয়েছে। সবাইকে একত্রে দেখে আবেগ প্রবন হয়ে পড়েছিলাম। যেখানে কাজের পুরাটা সময় ব্যয় করেছি, সেই কলেজ থেকে যাওয়ার পর এভাবে কেউ স্মরণ করেনি। একবার এখান থেকে চলে গেল তো চলেই গেল। বর্তমান অধ্যক্ষের আন্তরিকায় মুগ্ধ হয়েছি।

২০১৬ সালের ২৭ নভেম্বর অবসরে যাওয়া রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গাজী আব্দুল মান্নান বলেন, প্রায় ২৭ বছর শিক্ষকতা করেছি। অবসরে যাওয়ার পর এ ধরনের অনুষ্ঠানে প্রথম আসা। নতুন-পুরাতন মিলে দিনটি অনেক ভালো কেটেছে। সবাইকে কাছে পেয়ে অনেকটা আবেগে ছিলাম।

দর্শন বিভাগের সহকারী অধ্যাপক পুতুল রানী দাশ আপ্লুত হয়ে বলেন, মৃত্যুর পর আমার লাশটি যেন কলেজের মার্টি স্পর্শ করে। কলেজের বর্তমান অধ্যক্ষ স্যারের কাছে আমি এই অনুরোধ জানিয়েছি। যেখানে আমার জীবনের গুরুত্বপূর্ণ সময় কেটেছে, সেই কলেজের কথা ভুলি কি করে।

রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুল আউয়াল বলেন, আলোকিত মানুষ তৈরী করায় ছিল আমাদের কাজ। শিক্ষার্থীদের কতটুকো দিতে পেরেছি বলতে পারবোনা। তবে আজকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি কেন্দ্র করে পুর্নমিলনীতে পরিণত হয়।

চতুর্থ শ্রেণীর কর্মচারী লোকমান হোসেন ছিলেন কলেজ প্রতিষ্ঠাকালীন সময় থেকে। তিনি আবেগ ভরা কণ্ঠে বলেন, কলেজটির জন্য কত দিন-রাত এখানেই পার করেছে ভুলতে পারবোনা। দীর্ঘ সময় শেষে আজ কলেজ থেকে চলে যাচ্ছি কিন্তু মন পড়ে আছে এখানেই।

অধ্যক্ষ প্রফেসর মো. আইয়ুব আলী সরদার বলেন, ৭মাস আগে অধ্যক্ষ হিসেবে এখানে যোগ দেওয়ার পর একত্রে পাঁচজন শিক্ষক, এক কর্মচারী অবসরে গেলেন। পূর্বে যারা অবসরে গেছেন তাদেরকে একত্রিত করতে পেরে আমার ভালো লাগছে। বাকি যারা আছেন তাদের সহযোগিতায় আগামীতে আরো ভালো কিছু করার পরিকল্পনা রয়েছে।