Rajbarimail.com
ঢাকা, শনিবার , ২ অগাস্ট ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী

গোয়ালন্দে বাজুসের ৫৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজবাড়ী মেইল ডেস্ক
২৮ জুলাই ২০২৫, ১১:০২ অপরাহ্ণ

Link Copied!

মইনুল হক, গোয়ালন্দঃ ‘সোনায় বিনিয়োগ, ভবিষ্যতের সঞ্চয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ৫৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গোয়ালন্দ উপজেলায় প্রথম বারের মতো দিবসটি উদযাপন করা হয়।

সোমবার (১৭ জুলাই) বিকালে গোয়ালন্দ উপজেলা শাখার আয়োজনে গোয়ালন্দ বাজার পলি জুয়েলার্স থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি গোয়ালন্দ বাজার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শোভাযাত্রাটি শেষ হয়। পরে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

গোয়ালন্দ উপজেলা স্বর্ণ শিল্প সমিতির সভাপতি রঞ্জিত কুমার পোদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. ছিদ্দিক মিয়া, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি রাশেদ রায়হান, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সাধারণ সম্পাদক মো. খোকন শেখ, গোয়ালন্দ বাজার স্বর্ণ শিল্প সমিতির সহসভাপতি রবিন্দ্রনাথ পাল, গোবিন্দ পাল, গোবিন্দ পোদ্দার, সাধারণ সম্পাদক আবু ইউসুফ বেপারী (ইউসুফ মেম্বার) সহ বাজারের সকল স্বর্ণ ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে সারা দেশে স্বর্ণ ব্যবসায়ীরা এখন নতুন করে জেগে উঠেছে। সারা দেশে বাজুস এখন একটি মডেল ব্যবসায়িক সংগঠনে পরিণত হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন