Rajbarimail.com
ঢাকা, মঙ্গলবার , ১৫ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী

দৌলতদিয়ায় বাজার করতে এসে ট্রাক চাপায় লাশ হলেন ফেরির হকার আনু

রাজবাড়ী মেইল ডেস্ক
২৪ জুন ২০২৩, ৯:৪৮ অপরাহ্ণ

Link Copied!

সাজ্জাদ হোসেন, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরি বাইপাস সড়কে ট্রাক চাপায় আনু মন্ডল (৫০) নামে এক হকারের মৃত্যু হয়েছে। সে স্থানীয় শাহাদৎ মেম্বার পাড়ার বাসিন্দা ভোলাই মন্ডলের ছেলে। শনিবার ভোর ৬ টার দিকে বৃষ্টির সময় বাইপাস সড়ক সংলগ্ন একটি ভাঙ্গুরির দোকানে বসে থাকা অবস্থায় বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর ৬টার দিকে দৌলতদিয়া বাইপাস সড়ক সংলগ্ন টার্মিনাল বাজারে বাজার করতে যাচ্ছিলেন ফেরি ঘাটের হকার আনু মন্ডল। এসময় বৃষ্টিট শুরু হওয়ায় সে বাইপাস সড়ক সংলগ্ন একটি ভাঙ্গুরির (পুরাতন লোহা-লক্কর ক্রয়ের দোকান) দোকানের সামনে বসে ছিলেন। এ সময় ঢাকা হতে নদী পাড়ি দিয়ে আসা বরিশাল গামী ট্রাকের (ঝিনাইদহ -ট ১১-১৮৬৭) চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাইপাস  সড়কের ডানপাশে দোকান বরাবর গাড়ি চালিয়ে দেয়। এতে বসে থাকা আনু মন্ডল ট্রাকের সামনের চাকার নিচে পড়ে যায়। তার পাশে অপেক্ষমান থাকা আরেক রিক্সাচালকও গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদেরকে ধরাধরি করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে আনু মন্ডলের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, তিনি এসময় বাইপাস সড়ক সংলগ্ন টার্মিনাল বাজারে মাছ কিনতে অপেক্ষা করছিলেন। পণ্যবাহী ট্রাকটি দৌলতদিয়ার ৪নম্বর ঘাটে ফেরি থেকে নামার পর দ্রুত গতিতে টান দেয়। সম্ভবত তার চোখ-মুখে প্রচন্ড ঘুম থাকায় সে সরাসরি বাইপাস সড়ক দিয়ে এসে ওই দোকানের ওপর তুলে দেয়।

মৃত আনু মন্ডলের মামা সালাম বেপারী জানান, আনু পেশায় একজন হকার। ফেরিতে হকারী করে কলা বিক্রি করে সংসার চালাতো। আনুর পরিবারে স্ত্রী ও তিনটি কন্যা সন্তান রয়েছে। আনুর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

গোয়ালন্দ মোড় আহ্লাদিপুর হাইওয়ে থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আনু মন্ডলকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরই তিনি মারা যান। অপরজনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় পুলিশ দৌলতদিয়া ঘাট এলাকা থেকে ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা

রাজবাড়ীর দুর্গম কুশাহাটায় আগুনে নিঃস্ব পরিবারের পাশে আমেরিকা প্রবাসী শিক্ষার্থী

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষককে লাঞ্ছিত, কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা

বৈষম্যবিরোধী মামলায় গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র কারাগারে

দৌলতদিয়ার কুশাহাটায় আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে উপজেলা প্রশাসন

রাজবাড়ীতে মামলায় জিতে অবশেষে ইউপি সদস্য পদ ফিরে পেলেন বিএনপি নেতা

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ

পাংশায় ছয় বাড়িতে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর, কলা বাগান ধ্বংস

ইজরায়েলি হামলার প্রতিবাদে গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন ও মশাল মিছিল

পাংশায় ওসি ও এসআইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ীতে সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে কারাগারে প্রেরণ

গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে পাংশা থানার ওসি, এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা