• ঢাকা
  • সোমবার, ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৩
সর্বশেষ আপডেট : ১৫ এপ্রিল, ২০২৩

রাজবাড়ীতে নানা আয়োজনে বাংলা নতুন বছরকে বরণ

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে  বাংলা নতুন বছরকে বরণ করা হয়েছে।  সূর্য্যদয়ের সাথে সাথে রাজবাড়ী আজাদী ময়দানে বর্ষ বরণ উদযাপন পরিষদের আয়োজনে জাতীয় সংগীত পরিবেশন ও  জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

জেলার নানা সংগঠন মিলে সাংস্কৃতিক অনুষ্ঠানের পর শহরে মঙ্গল শোভা যাত্রা বের করা হয়। শোভা যাত্রাটি শহরেরে বিভিন্ন সড়ক প্রদক্ষি শেষে আজাদী মদানে এসে শেষ হয়। এরপর জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

এদিকে জেলা প্রশাসনের আয়োজন জেলা প্রশাসকের আম্রকানন চত্তরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এসময় নতুন বছরকে স্বাগত জানান রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা প্রশাসক আবু কায়সার খান, জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। তবে রমজান মাস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজন কিছুটা সিমিত করা হয়েছে।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর