Rajbarimail.com
ঢাকা, মঙ্গলবার , ১৫ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি
  6. আলোচিত খবর

রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির সভাপতি আনোয়ার ও সম্পাদক রাজ্জাক

রাজবাড়ী মেইল ডেস্ক
১ ফেব্রুয়ারি ২০২৩, ৯:৫০ অপরাহ্ণ

Link Copied!

মইন মৃধা, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেলের মো. আনোয়ার হোসেন ৮৬ ভোট এবং সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল থেকে মো. আব্দুর রাজ্জাক (২) ৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী এ্যাড. অশোক কুমার বোস।

জানা গেছে, নির্বাচনে তিনটি প্যানেল পূর্ণাঙ্গ প্রার্থী দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে।এছাড়াও  স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুটি পদে দুইজন প্রার্থী নির্বাচন করেছেন। যেই তিনটি প্যানেল নির্বাচনে অংশগ্রহণ করেছেন তারা হলেন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আনোয়ার-আনিছ-নিরঞ্জন পরিষদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে শহিদুল-টিটু-রাজ্জাক পরিষদ এবং সাধারণ আইনজীবী  সাধারণ আইনজীবী পরিষদ থেকে মোস্তফা-বাচ্চু-বিজন পরিষদ।

জেলা আইনজীবী সমিতির সূত্রে জানা যায়, নির্বাচনে সভাপতি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মো. আনোয়ার হোসেন ৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাধারণ আইনজীবী পরিষদের এ.টি.এম মোস্তফা মিঠু পেয়েছেন ৬৯ ভোট।

সহ-সভাপতি পদে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের মো. আনিছুর রহমান ৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাধারণ আইনজীবী পরিষদের খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু পেয়েছেন ৮১ ভোট।

অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল থেকে মো.আব্দুর রাজ্জাক (২) ৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাধারণ আইনজীবী ফোরাম থেকে বিজন কুমার বোস ৫২ ভোট।

সহ-সম্পাদক পদে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ থেকে মো. আশরাফুল হাসান আশা ৮৮ ভোট এবং সাধারণ আইনজীবী পরিষদ থেকে খান মোহাম্মদ জহুরুল হক ৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী সাধারণ আইনজীবী পরিষদের তসলিম আহমেদ তপন পান ৭৩ ভোট ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আবুল বাশার মোহাম্মদ শরীফ পান ৫৯ ভোট। ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী প্যানেল থেকে আহমেদ আলী মৃধা (বাটু) ৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাধারণ আইনজীবী পরিষদের বিপ্লব কুমার রায় ৬৮ ভোট পান।

এ ছাড়াও সদস্য পদে মো.তুহিন শেখ ৯৬ ভোট, সাখায়াত হোসেন সালেহ ৮৬ ভোট, সুখেন্দু চক্রবর্তী ৮৩ ভোট, অনুপ কুমার দাস ৮২ ভোট ও খন্দকার সানোয়ার হোসেন ৭৩ ভোট পেয়ে বিজয়ী  হন।

এর আগে মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ চলে। মোট ২০৪ জন ভোটারের মধ্যে ১৯৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।এরপর রাত ৮ টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ার কুশাহাটায় আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে উপজেলা প্রশাসন

রাজবাড়ীতে মামলায় জিতে অবশেষে ইউপি সদস্য পদ ফিরে পেলেন বিএনপি নেতা

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ

পাংশায় ছয় বাড়িতে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর, কলা বাগান ধ্বংস

ইজরায়েলি হামলার প্রতিবাদে গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন ও মশাল মিছিল

পাংশায় ওসি ও এসআইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ীতে সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে কারাগারে প্রেরণ

গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে পাংশা থানার ওসি, এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

বালুর ব্যবসা নিয়ে দ্বন্দের জেরে তরুণকে শ্বাসরোধে হত্যার পর নদীতে ডুবিয়ে দেওয়া হয়

পদ্মা নদীর তিন কাতল ও এক পাঙ্গাশ বিক্রি হলো সোয়া লাখ টাকায়

রাজবাড়ীতে স্বামীর বিরুদ্ধে গৃহবধূ হত্যার অভিযোগ

রাজবাড়ী রেলষ্টেশনে কর্মস্থলমুখী মানুষের চাপ