০৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে (১৯) দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার দিবাগত মধ্যরাতে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তিন তরুণকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো গোয়ালন্দ বাজার আড়তপট্রি এলাকার সজল বেপারী ওরফে শরিফ বেপারী (২৮), গোয়ালন্দ বাজার ঘোষপট্রি এলাকার মিঠু শেখ (৩৮) ও উত্তর উজানচর নতুন পাড়ার আলামিন শেখ (২৮)। ঘটনার সাথে জড়িত আরো তিনজনকে খুঁজছে পুলিশ। তার আগে মঙ্গলবার রাতে কিশোরীর বাবা বাদী হয়ে চারজনকে চিহিৃত এবং অজ্ঞাত দুইজনকে আসামী করে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

থানা পুলিশ জানায়, গত শনিবার (২০ আগষ্ট) রাতে কিশোরীর দিন মজুর পরিবারের সবাই খাবার খেয়ে ১১টার দিকে ঘুমিয়ে পড়েন। মধ্যরাত ১টার দিকে প্রকৃতির ডাকে কিশোরীর বাবা ঘুম থেকে উঠে দেখেন তার বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে ঘরে নেই। তখন তিনি সহ আরেক ভাই মিলে খুঁজতে বের হন। রাত দুইটার দিকে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূর গোয়ালন্দ বাজার হতে দৌলতদিয়া ঘাটগামী রেললাইনের ব্রীজের পশ্চিমে পাটকাঠির সারি থেকে কয়েকজনকে দৌড়ে পালাতে দেখেন। এসময় সেখানে মেয়েকে নগ্ন অবস্থায় পড়ে থাকতে দেখেন। মেয়ের বাবা ও চাচা হাতেনাতে শরিফ বেপারী ও মিঠু শেখকে ধরে ফেলে। হাত-পা ধরে ক্ষমা চায়লে কিশোরীর বাবা লোক লজ্জার ভয়ে ছেড়ে দেন। পরদিন রোববার মেয়ের চিকিৎসা করাতে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। চিকিৎসকরা বিষয়টি জানার পর তাকে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। পরে স্থানীয়দের পরামর্শে মঙ্গলবার বিকেলে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে যান। ইউএনও তাৎক্ষনিক গোয়ালন্দ ঘাট থানার ওসিকে অবগত করেন। ওসির পরামর্শে রাতে কিশোরীর বাবা বাদী হয়ে চিহিৃত চারজন এবং অজ্ঞাত দুইজনকে আসামী করে থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত আলামিনের পরিবারের দাবী, সে বাড়িতে ঘুমিয়ে ছিলেন। ফরহাদ নামের স্থানীয় এক তরুণ তাকে ফোন করে ডেকে নেয়। ফরহাদ সহ অন্যরা তাকে ফাসিয়েছে। ধর্ষনের সাথে জড়িত নয় বলে থানা হেফাজতে আলামিন দাবী করেন।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, মামলার পর রাতেই পৌর জামতলা এলাকা থেকে শরিফ বেপারী ও আলামিনকে এবং গোয়ালন্দ রেলষ্টেশন এলাকা থেকে মিঠু শেখকে গ্রেপ্তার করা হয়। পরে ওই রাতে ডাক্তারী পরিক্ষা শেষে বুধবার দুপুরে জবানবন্দি নিতে কিশোরীকে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতদের রাজবাড়ীর বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামীদের গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছেন বলে জানান এই কর্মকর্তা।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে পিটিয়ে জখম

গোয়ালন্দে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

পোস্ট হয়েছেঃ ১০:৫৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে (১৯) দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার দিবাগত মধ্যরাতে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তিন তরুণকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো গোয়ালন্দ বাজার আড়তপট্রি এলাকার সজল বেপারী ওরফে শরিফ বেপারী (২৮), গোয়ালন্দ বাজার ঘোষপট্রি এলাকার মিঠু শেখ (৩৮) ও উত্তর উজানচর নতুন পাড়ার আলামিন শেখ (২৮)। ঘটনার সাথে জড়িত আরো তিনজনকে খুঁজছে পুলিশ। তার আগে মঙ্গলবার রাতে কিশোরীর বাবা বাদী হয়ে চারজনকে চিহিৃত এবং অজ্ঞাত দুইজনকে আসামী করে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

থানা পুলিশ জানায়, গত শনিবার (২০ আগষ্ট) রাতে কিশোরীর দিন মজুর পরিবারের সবাই খাবার খেয়ে ১১টার দিকে ঘুমিয়ে পড়েন। মধ্যরাত ১টার দিকে প্রকৃতির ডাকে কিশোরীর বাবা ঘুম থেকে উঠে দেখেন তার বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে ঘরে নেই। তখন তিনি সহ আরেক ভাই মিলে খুঁজতে বের হন। রাত দুইটার দিকে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূর গোয়ালন্দ বাজার হতে দৌলতদিয়া ঘাটগামী রেললাইনের ব্রীজের পশ্চিমে পাটকাঠির সারি থেকে কয়েকজনকে দৌড়ে পালাতে দেখেন। এসময় সেখানে মেয়েকে নগ্ন অবস্থায় পড়ে থাকতে দেখেন। মেয়ের বাবা ও চাচা হাতেনাতে শরিফ বেপারী ও মিঠু শেখকে ধরে ফেলে। হাত-পা ধরে ক্ষমা চায়লে কিশোরীর বাবা লোক লজ্জার ভয়ে ছেড়ে দেন। পরদিন রোববার মেয়ের চিকিৎসা করাতে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। চিকিৎসকরা বিষয়টি জানার পর তাকে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। পরে স্থানীয়দের পরামর্শে মঙ্গলবার বিকেলে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে যান। ইউএনও তাৎক্ষনিক গোয়ালন্দ ঘাট থানার ওসিকে অবগত করেন। ওসির পরামর্শে রাতে কিশোরীর বাবা বাদী হয়ে চিহিৃত চারজন এবং অজ্ঞাত দুইজনকে আসামী করে থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত আলামিনের পরিবারের দাবী, সে বাড়িতে ঘুমিয়ে ছিলেন। ফরহাদ নামের স্থানীয় এক তরুণ তাকে ফোন করে ডেকে নেয়। ফরহাদ সহ অন্যরা তাকে ফাসিয়েছে। ধর্ষনের সাথে জড়িত নয় বলে থানা হেফাজতে আলামিন দাবী করেন।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, মামলার পর রাতেই পৌর জামতলা এলাকা থেকে শরিফ বেপারী ও আলামিনকে এবং গোয়ালন্দ রেলষ্টেশন এলাকা থেকে মিঠু শেখকে গ্রেপ্তার করা হয়। পরে ওই রাতে ডাক্তারী পরিক্ষা শেষে বুধবার দুপুরে জবানবন্দি নিতে কিশোরীকে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতদের রাজবাড়ীর বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামীদের গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছেন বলে জানান এই কর্মকর্তা।