ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ সরকারি শিশু পরিবার (বালিকা), রাজবাড়ীর ব্যবস্থাপনা ও মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা হয়। আলোচনা সভা শেষে জেলা সমাজকল্যাণ কমিটির অর্থায়নে প্রাক্তন ১০জন নিবাসীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয় ও সরকারি শিশু পরিবার (বালিকা) এর আয়োজনে জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা সমাজ সেবা অফিসার রুবাইয়াত মোঃ ফেরদৌস, ব্যবস্থাপনা কমিটির সদস্য জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব, এ্যাড. দেবাহুতি চক্রবর্তী, শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়ক শিপ্রা সরকার, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুদ্দিন আহাম্মেদ সুজন প্রমুখ।