ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার উদ্যোগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন করা হয়। সকাল সাড়ে ১০টায় গোয়ালন্দ পৌরসভা চত্বরে একটি ফলজ গাছের চারা রোপন করেন পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল। এসময় পৌরসভার সকল কাউন্সিলর বৃন্দ এবং কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন। ফলজ গাছ রোপন শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া।
পৌরসভার কাউন্সিলর নাসির উদ্দিন রনির সঞ্চালনায় পৌরসভা মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, প্রবীন আওয়ামী লীগ নেতা নির্মল কুমার চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম খান, গোলজার হোসেন মৃধা, পৌরসভার প্যানেল মেয়র ফজলুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।