ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ পৃথক দুটি অভিযান পরিচালনা করে ৫০০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
মঙ্গলবার (২৭ জুলাই) দিবাগত মধ্যরাতের দিকে উপজেলার দৌলতদিয়া ঘাট বিআইডাব্লিউটিএ টার্মিনাল সংলগ্ন কাঁচা বাজার এলাকা থেকে ৫০০ পিস ইয়াবা সহ একজনকে গ্রেপ্তার করে।এর আগ মুহুর্তে মঙ্গলবার দিবাগত মধ্যরাতেই ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার তেনাপচা মোড় ডাইবিশন থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বাহিরচর দৌলতদিয়া শাহাদাত মেম্বার পাড়ার বাবুল শেখের ছেলে শেখ রাসেল (২৫)। তার কাছ থেকে পুলিশ ৫০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করে। এছাড়া গোয়ালন্দ পৌরসভার দেওয়ান পাড়ার কুব্বাত ফকিরের ছেলে মো. লাভলু ওরফে লাবু ফকির (৩৩) এবং দেবগ্রাম ইউনিয়নের মৃত নুরু মন্ডলের ছেলে মো. লিটন মন্ডলকে (৩৫) ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১২.৫ টার দিকে এস.আই (নিঃ) মাছরুল আলম সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলার দৌলতদিয়া বিআইডাব্লিউটিএ টার্মিনাল কাঁচা বাজার সংলগ্ন ৫০০ পিস ইয়াবা বড়ি সহ মাদক কারবারি শেখ রাসেল (২৫) কে আটক করা হয়। অপরদিকে ওইদিন দিবাগত রাত ১১.৫৫ মিনিটের দিকে এস.আই মেনহাজ উদ্দিন সংগীয় ফোর্সসহ উপজেলার তেনাপচা মোড় ডাইবিশন এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসময় মো. লাভলু ফকির (৩৩) ও মো. লিটন মন্ডল (৩৫) কে ৫০০ গ্রাম গাঁজা সহ আটক করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামীদেরকে আজ বুধবার রাজবাড়ী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।