ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ীর সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের নাউডুবিতে নানা বাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিম (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ জুন) সকাল সাড়ে ৮ টার দিকে অন্যান্য বাচ্চাদের সাথে বাড়ির ছাদে খেলতে গিয়ে ছাদের ওপরে থাকা বিদ্যুতের তারের সাথে জড়িয়ে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছে মিজানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিয়ার রহমান। নিহত মিম নাউডুবি গ্রামের জাকির হোসেনের মেয়ে।
মিজানপুর ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান জানান , মিম গত ৩-৪ দিন আগে তার মা আমেনা খাতুনের সাথে ডাউকি (পশ্চিম পাড়া) গ্রামে তার নানা মোসলেম শেখের বাড়িতে বেড়াতে আসে। বুধবার সকাল আনুমানিক ৮.৩০ টার দিকে নানা বাড়ির পাশে মো. মালেক খাঁ এর বাড়ির ছাদে খেলতে গেলে ছাদের উপর দিয়ে যাওয়া বিদ্যুৎ এর তারের সাথে জড়িয়ে মিম ছাদের ওপর মারা যায়। পরে ছাদে থাকা অন্য শিশুদের চিৎকারে লোকজন ছুটে এসে মিম কে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।