Rajbarimail.com
ঢাকা, রবিবার , ২৮ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. সাহিত্য ও সংস্কৃতি
  5. ধর্ম ও জীবন

রাজবাড়ীতে ৭ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত

রাজবাড়ী মেইল ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৫, ৯:৩৩ অপরাহ্ণ

Link Copied!

মইনুল হক মৃধা, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ২ নং ওয়ার্ড নগরায়ের পাড়া এলাকায় রায় বাড়ীতে সপ্তাহব্যাপী মহোৎসব অনুষ্ঠিত। গত রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় শ্রীম্ভাগবত গীতা পাঠের মাধ্যমে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন হয়।

৬ষ্ঠ দিন শুক্রবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি রোস্তম আলী মোল্লা, বিএনপি নেতা এ্যাডভোকেট মাহবুবুর রহমান সহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এ সময় অনুষ্ঠান পরিচালনা কমিটির মধ্যে ছিলেন সভাপতি দেবাশীষ রায় পলাশ, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সুভাষ বিশ্বাস, রতন রায়, সাধারণ সম্পাদক সুকুমার মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন রায় প্রমুখ।

জানা যায়, স্থানীয় কীর্তনীয়াবৃন্দের মাধ্যমে অধিবাস কীর্তন ও মঙ্গল স্থাপনের পর ২২ ডিসেম্বর অরুনোদয় হতে ৩২ প্রহরব্যাপী টানা তিন দিন তিন রাত অখণ্ড তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান হয়। মহানামযজ্ঞ শেষে শুক্রবার শুরু হয় শ্রী শ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন।

কীর্তন উপলক্ষে বাইরে বিপনিবিতানে নারী শিশুদের উপচে পড়া ভীড়। মেলায় বাচ্চাদের কলকাকলিতে ভরে উঠেছে। ভেতরে প্রবেশ করে দেখা গেল পদ কীর্তনীয়াদের কণ্ঠে ঝরছে আবেগপ্রবন কাব্যসূধা। মায়েরা ভক্তিভরে দিচ্ছেন মুহুর্মুহু উলুধ্বনি আর আপামর ভক্তবৃন্দ দুই হাত তুলে দিচ্ছেন জয়োধ্বনি। সেই সুরে মিশে আছে বিশ্বশান্তি ও মানব কল্যানের এক গভীর আকুতি।

অনুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি দেবাশীষ রায় পলাশ বলেন, কীর্তনীয়ার দল বিদায়, ডেকোরেশন ও মহাপ্রসাদ বাবদ পুরো সাত দিনে প্রায় চার লক্ষাধিক টাকা খরচ হবে। যার সিংহভাগই দিয়েছেন গ্রামবাসী। দূর দুরান্ত থেকে তীব্র শৈত প্রবাহ ও কুয়াশাকে উপেক্ষা করেও বহু ভক্তবৃন্দের সমাগমে অনুষ্ঠানটি উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়ে উঠেছে।

তিনি বলেন, বিশ্বশান্তি ও মানব কল্যান কামনায় গোয়ালন্দ সকল সনাতন ধর্মাবলম্বীগণের অংশগ্রহণে এবং সবার সার্বিক সহযোগিতায় এই অনুষ্ঠানটি প্রায় দুই যুগ ধরে চলছে। তীব্র শীত ও হিমেল হাওয়াকে উপেক্ষা করেও হাজার হাজার ভক্তবৃন্দের মিলমমেলায় পরিণত হয় এই নগর রায়ের বাড়িতে। যেন নব বৃন্দাবন ধামে রূপান্তরিত হয়েছে। এছাড়া শনিবার শ্রী শ্রী মহাপ্রভূর ভোগরাগ ও মহাপ্রসাদ বিতরণের মধ্যে অনুষ্ঠানের পরি সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

সুদানে সন্ত্রাসী হামলায় নিহত সৈনিক রাজবাড়ীর শামীম রেজার বাড়িতে শোকের মাতম

রাজবাড়ীতে জোরপূর্বক স্কুল শিক্ষকের গাছ কেটে নেওয়ার অভিযোগ, বাধা দেওয়ায় প্রাণনাশের হুমকি

নাব্যতা দূর করতে ড্রেজিং; দৌলতদিয়ার ৭ নম্বর ফেরি ঘাট বন্ধ, পারাপার ব্যাহত

ওসমান হাদির ওপর গুলি বর্ষনের প্রতিবাদে রাজবাড়ীতে এনসিপি, বৈষম্যবিরোধী ও গণ অধিকার পরিষদের বিক্ষোভ

রাজবাড়ীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তরুণ কৃষি উদ্যোক্তার মৃত্যু 

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা