Rajbarimail.com
ঢাকা, শুক্রবার , ২৬ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. আলোচিত খবর

কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি বন্ধ থাকায় দুর্ভোগ

রাজবাড়ী মেইল ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৫, ৯:২৮ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চলের সাথে যোগাযোগের গুরুত্বপূর্ণ দুই নৌপথে ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত থেকে ফেরি সহ সকল প্রকার নৌযান চলাচল সাময়িক বন্ধ রয়েছে। এ সময় দুই নৌপথে মাঝ নদীতে আটকা পড়েছে পাঁচটি ফেরি।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগের অন্যতম নৌপথ রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকে। প্রায় ৯ ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে সন্ধ্যার পর থেকে কুয়াশার কারণে এই নৌপথে ফেরি সহ অন্যান্য নৌযান চলাচলে বিঘ্ন ঘটে।

এ সময় দুই ঘাট থেকে ছেড়ে যাওয়া ভাষা সৈনিক গোলাম মাওলা ও শাহ পরাণ নামক দুটি রো রো (বড়) ফেরি এবং বাইগার নামক একটি কেটাইপ (মাঝারি) ফেরি মাঝ নদীতে ঘন কুয়াশার কবলে পড়ে দিক হারিয়ে সামনে এগোতে পারেনি। দুর্ঘটনা এড়াতে উপায় না পেয়ে ফেরি তিনটি মাঝ নদীতে নোঙর করতে বাধ্য হয়। কুয়াশা আর তীব্র শীতে দুর্ভোগে পড়েন ফেরিতে থাকা যাত্রী সাধারণ।

এদিকে মাঝ নদীতে ফেরি আটকে যাওয়ার খবর পেয়ে দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট থেকে আর কোন ফেরি ছাড়েনি। এ সময় দৌলতদিয়া ঘাট এলাকায় বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, এনায়েতপুরী, হাসনাহেনা, ভাষা শহীদ বরকত ও শাহ মখদুম নামক পাঁচটি ফেরি নোঙর করতে বাধ্য হয়। একইভাবে পাটুরিয়া ঘাট এলাকায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও কেরামত আলী নামক তিনটি ফেরি নোঙর করে।

ফেরি বন্ধ হওয়ায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে আটকা পড়ে নদী পাড়ি দিতে আসা কয়েকশ যানবাহন। বিশেষ করে যাত্রীবাহি বাস, পণ্যবাহী গাড়ি ও ব্যক্তিগত গাড়ি। এতে দুর্ভোগের কবলে পড়েন এসব যানবাহনের চালকসহ শত শত যাত্রী। ৯ ঘন্টা পর সকাল ৯টা থেকে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথে ফেরি চালু হয়।

এদিকে উত্তরাঞ্চলের সাথে যোগাযোগের আরেক মাধ্যম মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌরুটেও কুয়াশার কারণে বৃহস্পতিবার দিবাগত রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এ সময় মাঝ নদীতে ঘন কুয়াশার কবলে পড়ে বীরশ্রেষ্ঠ হামীদুর রহমান ও চিত্রা নামক দুটি ফেরি দিক হারিয়ে নোঙর করে। মাঝ নদীতে ফেরি আটকে যাওয়ায় আরিচা ঘাট এলাকায় কোন ফেরি না থাকলেও কাজিরহাট ঘাট এলাকায় নোঙর করে থাকে শাহ আলী ও ধানসিড়ি নামক দুটি ফেরি। এই নৌপথ বন্ধ থাকায় উভয় ঘাটে নদী পাড়ি দিতে আসা বেশ কিছু গাড়ি আটকা পড়ে। প্রায় ১১ ঘন্টা পর সকাল সোয়া ১০টা থেকে এই রুটে ফেরি চালু হয়।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-মহা ব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম জানান, কুয়াশার কারণে এক সপ্তাহ ধরে দেশের গুরুত্বপূর্ণ দুই নৌপথে ফেরি সহ নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার দিবাগত রাতে ঘন কুয়াশার কারণে ১২টা থেকে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথে প্রায় ৯ ঘন্টা এবং রাত ১১ টা থেকে আরিচা ও কাজিরহাট নৌপথে প্রায় সোয়া ১১ ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় উভয় নৌপথে মাঝ নদীতে পাঁচটি ফেরি আটকা পড়ে। নদী পাড়ি দিতে আসা বেশ কিছু যানবাহন উভয় ঘাটে আটকা পড়ে ভোগান্তির শিকার হন যানবাহন চালকসহ যাত্রী সাধারণ।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

নাব্যতা দূর করতে ড্রেজিং; দৌলতদিয়ার ৭ নম্বর ফেরি ঘাট বন্ধ, পারাপার ব্যাহত

ওসমান হাদির ওপর গুলি বর্ষনের প্রতিবাদে রাজবাড়ীতে এনসিপি, বৈষম্যবিরোধী ও গণ অধিকার পরিষদের বিক্ষোভ

রাজবাড়ীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তরুণ কৃষি উদ্যোক্তার মৃত্যু 

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা