
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর কালুখালী উপজেলার হরিণবাড়িয়ায় পরকীয়ার অভিযোগে এক প্রবাসীর স্ত্রীসহ গৃহশিক্ষককে খুটির সঙ্গে বেধে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েকজন ব্যক্তি শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটায়।
নির্যাতনের একাধিক ভিডিও শুক্রবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আহত গৃহশিক্ষককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলেও তার খোঁজ মিলছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম ছড়িয়ে পড়া ২ মিনিট ২৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি টিনশেড ঘরের বন্ধকৃত দরজার সামনে দুই-তিনজন কিশোর দরজায় কড়া নাড়ছে। ভিতর থেকে নারী কণ্ঠে কে কে জানতে চাইলে বাইরে অপেক্ষমান কিশোররা আমরাই বলে সারা দেয়। দরজা খোলামাত্র মধ্যবয়সী এক ব্যক্তি ঘরের ভিতর প্রবেশ করে। অল্প বয়সী বাড়ির গৃহবধু এবং এক যুবক ঘর থেকে বের হওয়া মাত্র তাদের সাথে খারাপ আচরণ শুরু করে। এ সময় ওই নারীকে আগত ব্যক্তিদের সঙ্গে উচ্চ স্বরে কথা বলতে দেখা যায়। আগতরা ঘর থেকে বের হওয়া যুবকরে ধরে অন্যত্র নেয়ার চেষ্টা করলে গৃহবধু বাধা দেয়ার চেষ্টা করেন। পরে আগতদের উদ্দেশ্যে গৃহবধুকে গালমন্দ করতে শোনা যায়।
৪ মিনিট ৩০ সেকেন্ডের আরেকটি ভিডিওতে দেখা যায়, ওই ঘরের বারান্দার বাঁশের খুটির সঙ্গে গৃহবধু এবং যুবকের দুই হাতসহ কোমড়ে রশি দিয়ে বেধে রাখা হয়েছে। বেধে রাখা যুবককে অনেকটা অসুস্থ্য অবস্থায় থাকতে দেখা যায়।ভিডিওতে শোনা রিপন নামের মধ্য বয়সী এক ব্যক্তিকে আহত যুবককে ধরে রাখতেও দেখা যায়। উপস্থিত অন্তত অর্ধশত মানুষের মধ্যে অল্প বয়সী কিশোরী, যুবকদের অনেকে গৃহবধুর মাথার কাপড় সরিয়ে ফেলতে দেখা যায়। ভিডিও ধারণকারী ব্যক্তিকে অল্প বয়সী এক কিশোরকে ঘটনা সম্পর্কে বলতে বললে, ওই কিশোর জানায়- ‘আমরা বাইরে বসে ছিলাম। এ সময় স্যার ঘরের ভিতর ঢুকে। বাইরে কেউ আছে কি না জানালা খুলে তিনি উকি দিয়ে দেখেন। কিছুক্ষণ পর দরজা খুলতে বললে না খোলায় আমরা ঘরের ভিতর থেকে তাদের বাইরে বের করে আনি।’
ভিডিওতে কয়েকজনকে বলতে শোনা যায়, আটককৃত যুবকের নাম সমসের। তিনি ওই বাড়ির একজন গৃহশিক্ষক। গৃহবধুর স্বামী বিদেশে থাকায় তাদের সন্তানকে সমসের প্রাইভেট পড়াতেন। প্রাইভেট পড়ানোর সময় প্রবাসীর স্ত্রীর সঙ্গে সমসেরের অনৈতিক সম্পর্ক গড়ে উঠে।
স্থানীয় গণমাধ্যমকর্মী ও এলাকাবাসী জানায়, কালুখালী উপজেলার হরিণবাড়িয়া গ্রামের সমসের একই এলাকার এক প্রবাসীর বাড়ি গৃহশিক্ষক হিসেবে প্রাইভেট পড়ানোয় প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। শুক্রবার বিকেল চারটার দিকে সমসের ওই বাড়ি প্রবেশ করলে স্থানীয় লোকজন তাদের আটক করে বারান্দার খুটির সঙ্গে বেধে নির্যাতন করে। এতে গৃহশিক্ষক সমসের গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে একটি ভ্যানে তুলে দ্রুত কালুখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠায়। খবর পেয়ে কালুখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে। এ ঘটনার পর নির্যাতনের ঘটনায় জড়িতরা পলাতক রয়েছেন।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, ‘শুক্রবার বিকেল চারটার পর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠাই। প্রবাসীর স্ত্রী গৃহবধুকে পাওয়া গেলেও তিনি মুখ খুলেননি। গৃহশিক্ষক সমসেরকে হাসপাতালে পাঠানোর খবর পেয়ে পুলিশ সেখানেও তাকে পায়নি। এছাড়া এখন পর্যন্ত এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’