
মইনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার গোয়ালন্দ উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন। সোমবার (২০ অক্টোবর) বেলা ১১ টার দিকে তিনি উপজেলায় পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান ভারপ্রাপ্ত ইউএনও ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান।
শুভেচ্ছা শেষে জেলা প্রশাসক ইউএনও অফিসের পরিচালিত কার্যক্রম নিয়ে ইউএনও অফিস পরিদর্শন করে। পরে উপজেলা সভাকক্ষে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এরপর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় করেন। শিক্ষার মানউন্নয়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এরপর উপজেলার চার ইউনিয়নের চেয়ারম্যান, প্রশাসক, প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্য, গ্রাম পুলিশ এবং কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের দকয়িত্বপ্রাপ্ত ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
পরিদর্শনে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে আলোচনা হয়। তিনি উপজেলা ভূমি অফিস পরিদর্শন ও অনলাইনে ভূমি সংক্রান্ত প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক উপজেলার সরকারী সকল দপ্তরের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হতে দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
গোয়ালন্দ ঘাট থানা পরিদর্শনকালে একটি চৌকষ পুলিশ সদস্যের দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরিদর্শনে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত ইউএনও মো. আসাদুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
এ সময় পুলিশের পরিচালিত কার্যক্রম সহ চলমান বিভিন্ন কার্যক্রম নিয়ে ওসিসহ পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলেন। তিনি পুলিশকে আরও মানবিক পুলিশ হওয়ার আহবান জানিয়ে জনগণের সেবা প্রদানের হারকে আরও বাড়িয়ে দেয়ার আহবান জানান।